যারা নির্বাচন বিলম্বের কথা বলেন, তাদের উদ্দেশ্য হচ্ছে দেশকে পিছিয়ে দেওয়া। দেশের নিরাপত্তা, বিচার ব্যবস্থা ও অর্থনীতিকে দুর্বল করতে তারা নির্বাচন পেছানোর দাবি তুলছেন।
সোমবার বিকালে দোস্ত বিল্ডিংস্থ দলীয় কার্যালয়ে দক্ষিণ জেলা বিএনপির আওতাধীন উপজেলা ও পৌরসভা কমিটি গঠনে তথ্য-উপাত্ত সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া এসব কথা বলেন।
তিনি বলেন, নির্বাচন যত বিলম্বিত হবে, দেশ ততটাই পিছিয়ে পড়বে। দেশকে এগিয়ে নিতে একটি নির্বাচিত সরকারের বিকল্প নেই। আগামী নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতির আহ্বান জানান তিনি।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস, সাইফুদ্দীন সালাম মিঠু, আজিজুল হক চেয়ারম্যান, আসহাব উদ্দিন চৌধুরী, নুরুল আনোয়ার চৌধুরী, জামাল হোসেন, মুজিবুর রহমান, রেজাউল করিম নেচার প্রমুখ।
জেলা আহ্বায়ক কমিটির সদস্য ফৌজুল কবির ফজলুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম চৌধুরী, জাহাঙ্গীর কবির, মো. ইব্রাহীম, দিল মোহাম্মদ মনজু, এম মনছুর উদ্দিন, সালেহ জহুর, হেলাল উদ্দিন, জাবেদ মেহেদী হাসান সুজন ও শাহাদাত হোসেন সুমন প্রমুখ। অনুষ্ঠানে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রায় শতাধিক আবেদন ফরম জমা পড়ে।
বিডিপ্রতিদিন/কবিরুল