মিছিল ও আলোচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশ শ্রমিক-কর্মচারী ফেডারেশনের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী গাইবান্ধায় উদযাপন করা হয়েছে। এ কর্মসূচিতে জুলাই গণ-অভ্যুত্থানের চেতনায় কাজ, ন্যায্য মজুরি ও ট্রেড ইউনিয়ন অধিকার আন্দোলন গড়ে তোলার দাবি জানিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা।
মঙ্গলবার (৮ জুলাই) বেলা ১২টার দিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরের ১নং রেলগেট এলাকায় সংগঠনটির জেলা কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শ্রমিক-কর্মচারী ফেডারেশনের জেলা সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে এতে বক্তব্য দেন বাসদ (মার্কসবাদী)’র জেলা আহবায়ক আহসানুল হাবিব সাঈদ, শ্রমিক-কর্মচারী ফেডারেশনের জেলা সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সিজু, রাজু আহমেদ, মাসুদা আক্তার প্রমুখ।
শেষে সংগঠনের কার্যালয় চত্ত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় শ্রমিকদের বিভিন্ন দাবি সম্বলিত ব্যানার, প্ল্যাকার্ড ও লাল পতাকা হাতে নিয়ে সংগঠনটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এতে অংশ নেয়।
বিডি প্রতিদিন/এএ