হবিগঞ্জের বাহুবল উপজেলার লামাতাসী গ্রামের টমটম চালক কাসেম মিয়াকে হত্যা করে টমটম ছিনতাই করে নিয়ে গেছে দূর্বৃত্তরা। সে ওই গ্রামের গ্রামের আব্দুল আলীর ছেলে। মঙ্গলবার সকালে লামাতাসী ইউনিয়নের ভাতকাটিয়া এলাকা থেকে কাসেম মিয়ার মরদেহ উদ্ধার করে বাহুবল মডেল থানা পুলিশ। পরে ময়না তদন্তের জন্য পাঠানো হয় হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালের মর্গে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে জীবিকার তাগিদে টমটম নিয়ে বের হয় কাসেম মিয়া। এরপর আর বাড়ী ফিরেনি। বুধবার সকালে ভাতকাটিয়া এলাকার জমির পাশে হাত-পা বাঁধা অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। এসময় পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম জানাান, ধারণ করা হচ্ছে কাসেম মিয়াকে হত্যা করে টমটম ছিনতাই করে নেয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে খুনিদের চিহ্নিত ও গ্রেফতার করতে পুলিশ মাঠে কাজ করছে। ওসি আরো বলেন- এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে দুইজনকে ইতোমধ্যে আটক করা হয়েছে। তাদেরকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিডি প্রতিদিন/এএম