চট্টগ্রাম নগরের বন্দর থানাধীন ধুপপোল মিস্ত্রিপাড়া এলাকায় চাঁদাবাজির প্রতিবাদ করায় ব্যবসায়ী মো. মুসলিম উদ্দিনকে (৪৮) ছুরিকাঘাত করে হত্যা করার ঘটনা ঘটেছে। রবিবার রাতে এ ঘটনা ঘটে। নিহত মো. মুসলিম উদ্দিন ভাঙ্গারি ব্যবসায়ী। তিনি মিস্ত্রিপাড়া এলাকার মোহাম্মদ মিয়ার ছেলে। এ ঘটনায় সোমবার রাতে মিজান ও আমির নামে দুজনকে আসামি করে বন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয়রা জানান, মুসলিম ভাঙারির ব্যবসা করতেন। ভাঙারি ব্যবসা নিয়ে প্রতিপক্ষের সঙ্গে দ্বন্দ্ব ছিল মুসলিম উদ্দিনের। গত রবিবার মিজান নামে এক যুবক একটি স্ক্র্যাপের দোকানে চাঁদাবাজির চেষ্টা করছিলেন। সেখানে প্রতিবাদ করতে যান মুসলিম। এ সময় তাকে ছুরিকাঘাত করা হয়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান বলেন, নিহত ব্যক্তির কোমরের উপরে বাঁ পাশে ছুরিকাঘাত করা হয়েছে। তার ভাঙারির দোকান আছে শুনেছি। স্থানীয়ভাবে ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে এ ঘটনা পারে। তার দাফন শেষ হয়েছে। তিনি বলেন, এ ঘটনায় সোমবার রাতে মামলা হয়েছে। এজাহারে দুজনের নাম রয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/এএম