চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র এবং ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবদুস সবুর লিটনের গুদাম ঘর থেকে সিগারেট তৈরির বিপুল পরিমাণ বিভিন্ন উপকরণ জব্দ করা হয়েছে।
শুক্রবার নগরীর বউবাজার আমতল এবং ধোপাপাড়া এলাকায় অবস্থিত পৃথক গুদামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয় এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট চট্টগ্রামের সমন্বিত একটি দল।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক আয়শা সিদ্দিকা বলেন, অভিযানে নকল সন্দেহে বিপুল পরিমাণ সিগারেট স্ট্যাম্পসহ বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়। সন্ধ্যা ৬টা পর্যন্ত উদ্ধার হওয়া মালামাল গণনা চলছে। গণনা শেষে কী পরিমাণ মালামাল উদ্ধার করা হয়েছে জানা যাবে।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত একই ব্যক্তির হালিশহর এলাকার রঙ্গিপাড়ার রমনা আবাসিক এলাকার মসজিদ গলির আল ফরিদ ম্যানসনের নিচতলার দুটি ঘর তল্লাশি চালিয়ে নকল সিগারেট উৎপাদনের বিপুল পরিমাণ উপকরণ জব্দ করা হয়। ওই অভিযানে নকল সন্দেহে তিন কোটি ৩৭ লাখ ৫০ হাজার পিস সিগারেট স্ট্যাম্প, এক হাজার ৭৩৬ রোল সিগারেট পেপার (সাদা বড় রোল ১৪৮, ছোট সাদা রোল ৪২৫, কালো বড় রোল ১২৬, কালো ছোট রোল ১,০৩৭) ও ১ পিস ডিভিআর (সিসিটিভি) জব্দ করা হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল