নারায়ণগঞ্জের বন্দরে সোহান (১৬) নামে এক কিশোরকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। রবিবার (১৩ অক্টোবর) রাতে বন্দরের রূপালী বাগান এলাকাতে এই ঘটনা ঘটে। নিহত সোহান রূপালী বাগান এলাকার হোসিয়ারী শ্রমিক সালাম মোল্লার ছেলে। সে বন্দরঘাট এলাকাতে যানজট নিরসন কর্মী হিসেবে কাজ করতো।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, রূপালী এলাকায় আধিপত্য নিয়ে কয়েকজনের পূর্ববিরোধ চলছিল। রবিবার রাতে বিবাদমান গ্রুপের লোকজনদের সঙ্গে তর্কের এক পর্যায়ে সোহানকে ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। একটি গ্রুপের নেতৃত্বে ছিল পিংকি ও অপর গ্রুপের নেতৃত্বে ছিল কাজল। সোহানের সঙ্গে উভয় গ্রুপের সংখ্যতা ছিল।
নিহতের বাবা সালাম মোল্লা বলেন, পূর্ব বিরোধকে কেন্দ্র করে আমার ছেলেকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কি কারণে কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে সেটি তদন্ত করে দেখা হচ্ছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ