রাজধানীর সবুজবাগের দক্ষিণগাঁওয়ে একটি বাসা থেকে গলা কাটা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম সানাম আক্তার প্রিয়া (৩০)।
সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. রকিবুল ইসলাম সোমবার দুপুরে সংবাদ পেয়ে দক্ষিণগাঁও শাহী মসজিদের পাশে একটি বাসার নিচ তলার এক রুমের ভেতর থেকে গলাকাটা মরদেহ উদ্ধার করেন। সেখানে আইনি প্রক্রিয়া শেষে রাত ৮টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে মরদেহ পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, প্রিয়া মৌচাক মার্কেট এলাকায় দর্জির কাজ করতেন। আর ওই বাসায় তিনি একাই থাকতেন।
মাগুরা সদর উপজেলার চাঁদপুর গ্রামের মান্নু বিশ্বাস চুন্নু ও ছবি বেগমের মেয়ে প্রিয়া।
পুলিশ আরও জানিয়েছে, সোমবার দুপুরে কাজের বুয়া ঝাড়ু দিয়ে যান। তখন চাপানো দরজা ধাক্কা দিয়ে রুমে তাকে রক্তাক্ত অবস্থায় প্রথমে দেখতে পান তিনি। সাথে সাথে বাড়ির মালিককে বিষয়টি জানানো হয়। তারা থানায় সংবাদ দিলে আমরা গিয়ে মরদেহ দেখতে পাই।
পুলিশের ওই কর্মকর্তা জানিয়েছেন, নিহতের নিকট আত্মীয়-স্বজন না পাওয়ায় তথ্য পাওয়া যায়নি। তার বাড়িতে খবর দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, কে বা কারা, কী কারণে তাকে হত্যা করেছে, সে বিষয়ে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রবিবার দিবাগত রাতে হয়তো এই হত্যাকাণ্ড ঘটেছে।
বিডি প্রতিদিন/জুনাইদ