মঙ্গলবার, ২২ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

সাভারে ট্যানারির কাজ দ্রুত শেষ করার দাবি

নিজস্ব প্রতিবেদক

সাভারের ট্যানারি শিল্পের কাজ দ্রুত শেষ করার জন্য সরকার ও মালিক পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ‘আসন্ন ঈদে সাভারের অসম্পূর্ণ ট্যানারি পার্ক : বুড়িগঙ্গা ও ধলেশ্বরী অব্যাহত দূষণ’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি। বাপা ও বুড়িগঙ্গা রিভারকিপার এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে লেখক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেন, দেশের রপ্তানি আয়ের বিরাট একটি অংশ আসে ট্যানারি শিল্প থেকে। তার পরেও সাভারের অবস্থিত ট্যানারি শিল্পের কাজ খুব  ধীর গতিতে চলছে।

 এর ফলে ট্যানারি শিল্প থেকে অর্জিত রপ্তানি আয় আজ হুমকির মুখে। বিভিন্ন দেশের বায়াররা ধীরে ধীরে সরে যাচ্ছে। তাই আমরা সাভারের ট্যানারি শিল্পের কাজ দ্রুত শেষ করার জন্য সরকার ও মালিক পক্ষের প্রতি আহ্বান জানাই।

তিনি বলেন, সাভারের ট্যানারি শিল্পের সলিড ওয়েস্ট কোথায় রাখা হবে এর কোনো ব্যবস্থা এখনো করা হয়নি। গত ১০ বছর ধরে ট্যানারি শিল্পের পরিবেশ দূষণ নিয়ে কথা বলা হলেও এখনো অবৈধভাবে পরিবেশের ক্ষতি করে ট্যানারি চালু রয়েছে।

সর্বশেষ খবর