বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকার অদূরে আশুলিয়ায় গুলি করে হত্যার পর লাশ পোড়ানোর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রী, পুলিশ সদস্য এবং আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধে পৃথক অভিযোগ করা হয়েছে। এ নিয়ে ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ১৪টি গণহত্যার অভিযোগ জমা পড়ল।
২০১৩ সালে নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন চলাকালে রেহানা পারভীন নামে এক আইনজীবীকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
গতকাল নড়াইলে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক হুইপ মাশরাফি বিন মর্তুজাসহ ৯০ জন, পিরোজপুরে সাবেক পুলিশ সুপারসহ চার পুলিশ সদস্য এবং রাজশাহীতে সাবেক দুই এমপি আবুল কালাম আজাদ ও এনামুল হকসহ ৭৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বরিশাল-২ আসনের সাবেক সংসদ সদস্য শাহে আলম তালুকদার এবং তার তিন ভাইসহ ১৪ নেতা-কর্মীদের বিরুদ্ধে গতকাল মামলা দায়ের হয়েছে।