কুষ্টিয়ার দৌলতপুরে মসজিদ ও কবরস্থানের টাকা রাখা নিয়ে বিএনপির দুই পক্ষের নেতা-কর্মীর মধ্যে সংঘর্ষে অন্তত ছয়জন আহত হয়েছেন। তাদের দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার
রাত ৯টার দিকে উপজেলা সদর ইউনিয়নের দৌলতখালী পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানান, দৌলতখালী পূর্বপাড়া গ্রামের মসজিদ ও কবরস্থানের উন্নয়নের টাকা মসজিদ ও কবরস্থান কমিটির সদস্য আসমত আলীর কাছে জমা রাখা হতো। আওয়ামী লীগ সরকারের পতনের পর কমিটি বাতিল করে জমা অর্থের দাবি করেন একই এলাকার বিএনপি নেতা আলী আকবর। আলী আকবরের এ দাবি মেনে নিতে অস্বীকৃতি জানান কমিটির বিএনপিপন্থি অন্য সদস্যরা।
এ নিয়ে বৃহস্পতিবার রাতে এশার নামাজের পর দুই পক্ষে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। তারা দেশি অস্ত্রে সজ্জিত হয়ে পাল্টাপাল্টি ধাওয়া ও একে অন্যের ওপর হামলা চালান। এতে আহত হন আলী আকবর (৪৫), জনি ইসলাম (৫০), হেকমত আলী (৩৫), আলমগীর (৩৫), বকুল হোসেন (৪৭) ও রুবেল (৪০)।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, এখনো কেউ মামলা করেনি। মামলা হলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।