মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের উপর নির্মম নির্যাতন ও গণহত্যা বন্ধের দাবিতে কর্মসূচি অব্যাহত রয়েছে। গতকালও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, সমাবেশ ও মানববন্ধন করেছে নানা সংগঠন। প্রতিনিধিদের খবর— বরিশাল : সদর রোডে সমাবেশে বক্তারা রোহিঙ্গাদের নিবন্ধনের মাধ্যমে আশ্রয় দান ও তাদের খাদ্যের ব্যবস্থা করার দাবি তোলেন। রোহিঙ্গা সমস্যা সমাধানে আনান কমিশনের রিপোর্ট বাস্তবায়নেরও দাবি জানান। মাদারীপুর : শহরের ইটেরপুলে মানবন্ধন, সমাবেশে বক্তারা বলেন, ‘মিয়ানমারে মুসলমান নর-নারী ও শিশুদের নিষ্ঠুরভাবে হত্যা করা হচ্ছে। এটা দেখে বিশ্ব মানবাধিকার সংস্থা কিভাবে চুপ থাকে।’ সুনামগঞ্জ : সুনামগঞ্জে মানববন্ধন করেছে জেলা আইনজীবী সমিতি। মানববন্ধনে বক্তারা রোহিঙ্গা গণহত্যা, নির্যাতন ও বাড়িঘরে অগ্নিসংযোগ বন্ধে বিশ্ব সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করেন। ব্রাহ্মণবাড়িয়া : জেলা নাগরিক ফোরামের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে অং সান সু চির নোবেল শান্তি পুরস্কার বাতিল করার দাবি জানানো হয়।
কুড়িগ্রাম : শহরের নছরউদ্দিন মার্কেট মসজিদ থেকে মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে। ফায়ার সার্ভিস মোড়ে সমাবেশে বক্তারা রাখাইনে গণহত্যা বন্ধের দাবি ও বুধবার বাংলাদেশে মিয়ানমার দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা দেন। নেত্রকোনা : জেলা শহরে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে সমাবেশে বক্তারা সু চির নোবেল পুরস্কার ফিরিয়ে নেওয়ার দাবি তোলেন। কিশোরগঞ্জ : জেলা ইমাম ও ওলামা পরিষদের উদ্যোগে মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে শহীদী মসজিদ চত্বরে সমাবেশ রোহিঙ্গাদের সহায়তায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। পঞ্চগড় : তেঁতুলিয়ায় মানববন্ধনের আয়োজন করে ‘তেঁতুলিয়া প্রেসক্লাব’। চট্টগ্রাম : চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে বক্তারা পালিয়ে আসা রোহিঙ্গাদের ফিরিয়ে নিয়ে নাগরিক অধিকার দেওয়ার দাবি জানান।