সাঘাটা উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় কর্মী শাজাহান আলী মেম্বার এবার বিএনপির ইউনিয়ন শাখার সভাপতি পদে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র ক্রয় করেছেন। বিষয়টি নজরে এলে নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে মনোনয়নটি অবৈধ ঘোষণা করা হয়। চলতি মাসে উপজেলা বিএনপি মনোনয়নপত্রটি আবারও বৈধ করে নতুন নির্বাচন কমিশন গঠন ও ২৬ অক্টোবর ভোটগ্রহণের সিদ্ধান্ত নেন। আওয়ামী লীগের যোগদানের বিষয়টি স্বীকার করে শাজাহান আলী মেম্বার বলেন, ‘আমি এখনো বিএনপির যুগ্ম আহ্বায়ক।’ কচুয়া ইউনিয়ন কাউন্সিলের প্রধান নির্বাচন কমিশন অ্যাডভোকেট সাহেদুল ইসলাম বলেন, ‘এখনো মনোনয়ন বাতিল আছে। তবে উপজেলা বিএনপির আহ্বায়ক একটি চিঠির মাধ্যমে শাজাহান আলীকে বৈধ করার সুপারিশ করেছেন।’
সাঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ আলী জানান, উপজেলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কচুয়া ইউনিয়নের সাবেক সদস্য শাজাহান আলীর কচুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি পরে মনোনয়টি বৈধ করা হয়েছে।