দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় গতকাল এক ব্যবসায়ীসহ সাতজন নিহত হয়েছেন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর-
ময়মনসিংহ : গতকাল ত্রিশালের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বৈলর বড় পুকুর পাড় এলাকায় মালবাহী একটি ট্রাককে অন্য একটি ট্রাক পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে একটি ট্রাকের চালক ও হেলপার নিহত হন। তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি। চট্টগ্রাম : রাউজানে কাভার্ড ভ্যান ও অটোরিকশার সংঘর্ষে ব্যবসায়ী নামিজ উদ্দিন (৪৪) মারা গেছেন। ফেনী : সদর উপজেলায় সকালে মারা গেছেন মোহাম্মদ সাগর। ঝিনাইদহ : দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের ধাক্কায় ট্রাকের হেলপার আল-আমিন (২৫) নিহত হয়েছেন। রাজবাড়ী : গোয়ালন্দে যাত্রীবাহী বাসচাপায় মকিম সরদার (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। ভালুকা (ময়মনসিংহ) : ভালুকায় রাস্তা পারাপারের সময় কাভার্ডভ্যানের চাপায় মারা গেছেন মফিজ উদ্দিন (৬৫)।