রাজশাহীর চারঘাটে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গোলাম মোস্তফা (৬০) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও নয়জন। গতকাল দুপুরে উপজেলার নিমপাড়া ইউনিয়নের পশ্চিম বালাদিয়াড় গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ওসি মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। ওসি জানান, পশ্চিম বালাদিয়াড় গ্রামের শমোতুল্লার দুই স্ত্রী। এক পক্ষের ছেলে গোলাম মোস্তফা, ফজেল উদ্দিন, নেকশাদ আলী, মঞ্জিল আলী ও মহসিন আলী। অন্য পক্ষের সন্তান রহমতুল্লাহ। পিতার রেখে যাওয়া জমি প্রথম পক্ষের সন্তানরা দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছিলেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। গতকাল জমির ভাগ নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে রহমতুল্লাহর সঙ্গে তার বড়ভাই গোলাম মোস্তফা পক্ষের সংঘর্ষ হয়।
এতে মোস্তফাসহ ১০ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা গোলাম মোস্তফাকে মৃত ঘোষণা করেন।