জুলাই-আগস্ট গণহত্যার বিচারিক কার্যক্রম শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একাত্তরের মানবতাবিরোধী অপরাধ বিচারে এ ট্রাইব্যুনাল গঠন করা হয় পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলেই। সে ট্রাইব্যুনালেই শেষ পর্যন্ত তাকে বিচারের জন্য হাজির হতে বলা হয়েছে। জুলাই-আগস্ট গণহত্যার অভিযোগে পলাতক প্রধানমন্ত্রী, তার বোন শেখ রেহানা, পুত্র জয়, কন্যা পুতুল এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। পৃথক দুটি আবেদনের শুনানি নিয়ে বিচারপতি গোলাম মর্তুজার নেতৃত্বে গঠিত ট্রাইব্যুনাল সংশ্লিষ্টদের গ্রেপ্তার করে ১৮ নভেম্বরের মধ্যে হাজির করতে নির্দেশ দিয়েছেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মহিতুল হক এনাম চৌধুরী। এর আগে জুলাই-আগস্ট আন্দোলনে নিহতদের পক্ষ থেকে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়। গণহত্যার অভিযোগে এ পর্যন্ত অর্ধশতাধিক অভিযোগ জমা পড়েছে শেখ হাসিনা, তার মন্ত্রিপরিষদের সদস্য, ১৪-দলীয় জোটের শরিক দলের নেতা, পুলিশের তৎকালীন আইজি ও র্যাবের তৎকালীন ডিজি, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ নেতাদের বিরুদ্ধে। প্রায় সব অভিযোগেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ঘটনাকে উল্লেখ করা হয়েছে গণহত্যার অভিযোগগুলোয়। এ ছাড়া এ সময়ে আহত হয়ে পরে বিভিন্ন তারিখে নিহতরাও এর আওতায় থাকবেন। ঘটনার স্থান হিসেবে উল্লেখ করা হয়েছে সমগ্র বাংলাদেশকে। অপরাধের ধরনে বলা হয়েছে, প্রধান আসামির নির্দেশ ও পরিকল্পনায় অন্য আসামিরা দেশীয় ও আগ্নেয়াস্ত্র দ্বারা নির্বিচারে গুলিবর্ষণ করে বৈষম্যবিরোধী আন্দোলনকারী সাধারণ নিরস্ত্র ছাত্র-জনতাকে হত্যা করে তাদের সমূলে বা আংশিক নির্মূল করার উদ্দেশ্যে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটন করেন। জুলাই-আগস্ট গণহত্যা দেশের ইতিহাসের একটি কালো অধ্যায়। আমরা আশা করব, গণহত্যার যারা শিকার তাদের স্বজনরা ট্রাইব্যুনালে ন্যায়বিচার পাবেন। যা ক্ষমতাদর্পীদের জন্য হুঁশিয়ারি বলে বিবেচিত হবে।
শিরোনাম
- আগামী বাজেটে ব্যবসায়ীদের জন্য প্রণোদনা কমবে : অর্থ উপদেষ্টা
- হাইকিং করতে গিয়ে প্রাণ গেল ফ্যাশন ব্র্যান্ড ম্যাঙ্গো’র প্রতিষ্ঠাতা আন্দিকের
- মোরেলগঞ্জে নির্জন ঘর থেকে কিশোরীর মরদেহ উদ্ধার
- পাঁচ ঘণ্টার কম সময়ে সিরিয়ায় ৬০টির বেশি ইসরায়েলি বিমান হামলা : এনজিও
- চাঁদাবাজি বন্ধ ও নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগ কম : রিজভী
- প্রথমবারের মতো ইউক্রেনযুদ্ধে রুশ বাহিনীর সঙ্গে অংশ নিলেন উত্তর কোরিয়ার সেনারা
- ফুটবলার থেকে জর্জিয়ার প্রেসিডেন্ট, কে এই কাভেলাশভিলি
- ‘বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করছে জামায়াতের নেতাকর্মীরা’
- তাহেরিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার পুলিশ
- জাবির হল থেকে ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
- দেশের দুই কারাগারে ডগস্কোয়াড মোতায়েন
- ৭ বছর পর সমাবেশ মঞ্চে আসছেন খালেদা জিয়া
- ‘পিলখানা হত্যাকাণ্ড নিয়ে আপাতত কমিশন গঠন সম্ভব হচ্ছে না’
- সিরিয়ায় ইসরায়েলি আগ্রাসন, মুখ খুললেন বিদ্রোহী নেতা জোলানি
- রাজধানীর ‘কবজি কাটা’ আনোয়ার গ্রুপের ৫ সন্ত্রাসী গ্রেফতার
- বিজয় দিবসে সড়কে যানবাহন চলাচলে বিশেষ নির্দেশনা ডিএমপির
- জনপ্রশাসন সংস্কারে প্রস্তাবনা জমা দিয়েছে বিএনপি
- জনপ্রশাসন মন্ত্রণালয়ে ‘বঞ্চিত’ কর্মকর্তাদের অবস্থান
- গ্রিস উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের নৌকাডুবি: মৃত ৫, নিখোঁজ ৪০
- নাশতার সঙ্গে লটারি কিনে জিতলেন ১২ কোটি টাকা
প্রকাশ:
০০:০০, শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
গণহত্যার বিচার
ন্যায় প্রতিষ্ঠিত হোক ট্রাইব্যুনালের রায়ে
Not defined
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
‘এমডি অব দ্য ইয়ার’ অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটনের এস এম মাহবুবুল আলম
১০ মিনিট আগে | কর্পোরেট কর্নার
হাইকিং করতে গিয়ে প্রাণ গেল ফ্যাশন ব্র্যান্ড ম্যাঙ্গো’র প্রতিষ্ঠাতা আন্দিকের
১৮ মিনিট আগে | পূর্ব-পশ্চিম