অবসাদ, হতাশা আর মানসিক অশান্তি ঘটে নানা কারণে। আর এ অশান্তি থেকে পরিত্রাণ পেতে অনেকে বেছে নেন আত্মহননের পথ। কেউ আত্মহত্যা করেই বসেন, কেউ সেই পথ থেকে ফিরে আসেন। শোবিজ তারকারাও এর ব্যতিক্রম নন। এমন কয়েকজন তারকার আত্মহত্যার চেষ্টার কথা লিখেছেন- আলাউদ্দীন মাজিদ
জাকিয়া বারী মম
বিষপানে আত্মহত্যার চেষ্টা করে স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেত্রী জাকিয়া বারী মম। ২০১৩ সালের ২ এপ্রিল রাতে তাকে গুরুতর অবস্থায় স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে নাকি কয়েকদিন ধরে খুব অস্থিরতায় ভুগছিলেন তিনি। এর মধ্যে কয়েকবার অতিরিক্ত ঘুমের ওষুধও খেয়েছেন। অবশেষে তিনি বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। তবে এ নিয়ে অভিনেত্রীর তরফ থেকে পরে বিস্তারিত কিছু জানা যায়নি।
তানজিন তিশা
জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। ২০২৩ সালের নভেম্বরের এক রাতে ঘুমের ওষুধ খেয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। এরপর মধ্যরাত থেকেই গুঞ্জন ছড়িয়ে পড়ে তানজিন তিশা ঘুমের ওষুধ খেয়ে ‘আত্মহত্যার চেষ্টা’ করেছেন। পরদিন হাসপাতাল থেকে বাসায় ফিরে ‘আত্মহত্যার চেষ্টা’র গুঞ্জনটি ভুল বলে জানান অভিনেত্রী। তবে তিশা যাই বলুক এর কারণ হিসেবে ছড়িয়ে পড়ে অভিনেতা মুশফিক ফারহানের সঙ্গে তার ‘প্রেমের সম্পর্কে’ ঝামেলা চলছে।
আজমেরী হক বাঁধন
২০২১ সালে অভিনেত্রী বাঁধন জানান, তার এই পথচলা এতটা সুখকর ছিল না। হতাশা ও কষ্ট থেকে দুবার তিনি আত্মহননের পথ বেছে নিতে চেয়েছিলেন। কিন্তু একমাত্র মেয়ের জন্যই বাঁধন ফিরে এসেছেন বারবার।
শবনম ফারিয়া
জীবনের বিভিন্ন সময়ে সব মিলিয়ে প্রায় ১২ বার আত্মহত্যা করার কথা ভেবেছিলেন অভিনেত্রী ও মডেল শবনম ফারিয়া। ২০১৮ সালে এক ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য শেয়ার করেন। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, কেন ও কোন ঘটনার পরিপ্রেক্ষিতে ওই ধরনের চিন্তা করেছিলেন। তিনি বলেন, আমার বাবা-মার চেষ্টায় অনেকটাই স্বাভাবিক হই।
প্রভা
অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। বিয়ে এবং একটি অপ্রত্যাশিত ঘটনার কারণে হোঁচট খেয়েছেন তিনি। প্রভা বলেছিলেন, আমার প্রাক্তন স্বামীর উচিত ছিল আমাকে আরও বেশি সাপোর্ট করা। মারাও যেতে পারতাম। শুধু আত্মহত্যা করলে কোনোভাবেই সৃষ্টিকর্তার কাছে যেতে পারব না, সেই ভয়ে আর আল্লাহর সঙ্গে দেখা করার লোভে আত্মহত্যা করিনি।
মিষ্টি জান্নাত
‘শাকিব খান যদি আমার সঙ্গে ছবিতে অভিনয় না করে, তাহলে আমি আত্মহত্যা করব’। ২০১৭ সালের জুন মাসে এক ফেসবুক পোস্টে এমন ঘোষণা দিয়েছিলেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। তবে পোস্ট দেওয়ার কিছুক্ষণ পর সেটা ডিলিটও করে দিয়েছিলেন তিনি।
নাসরিন
একসময় আত্মহত্যার হুমকি দিয়েছিলন চলচ্চিত্র অভিনেত্রী নাসরিন। এর কারণ, কে বা কারা সামাজিক মাধ্যমে তাকে নিয়ে নানারকম নোংরা তথ্য ছড়াচ্ছে। বিষয়টি মেনে নিতে না পেরে আত্মহত্যা করতে চেয়েছিলেন এ অভিনেত্রী। এ বিষয়ে নাসরিনের স্বামী মোস্তাফিজুর রহমান রিয়েল রামপুরা থানায় জিডিও করেছিলেন।
মিমি-শুভশ্রী
২০১৬-১৭ সাল। টলিউড অভিনেত্রী শুভশ্রীর সঙ্গে জোরালো হয় রাজের প্রেম। দুই বাড়িতেই হচ্ছিল বিয়ের কথাও! কিন্তু রাজ নাকি প্রাক্তন প্রেমিকা মিমির সঙ্গে যোগাযোগ বজায় রাখছেন। এটাই নাকি মেনে নিতে পারেননি শুভশ্রী। হাইল্যান্ডের পার্কের ফ্ল্যাটে লাইটার থেকে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন শুভশ্রী। অন্যদিকে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন মিমি।
ম্রুণাল ঠাকুর
২০২২ সালের ১০ ফেব্রুয়ারি বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুর চলন্ত ট্রেন থেকে ঝাঁপিয়ে আত্মহত্যা করতে চেয়েছিলেন। নায়িকার বয়স তখন ১৭ বা ১৮ হবে। মুম্বাইয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা শুরু করেছিলেন, কিন্তু সেই সিদ্ধান্তে সন্তুষ্ট ছিলেন না মোটেই। সে সময় বাড়ি ভাড়া, খাওয়ার খরচ জোগাতে হিমশিম খেতে হতো তাকে। জীবনযুদ্ধে লড়াই করা এ নায়িকা একপর্যায়ে একাধিকবার নিজেকে শেষ করে দেওয়ার কথা ভেবেছিলেন।
রাভিনা ট্যান্ডন
বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডনের সঙ্গে প্রেম ছিল অভিনেতা অজয় দেবগনের। জিগার ছবির শুটিংয়ের সময় কারিশমা কাপুরের সঙ্গে অভিনয় করতে গিয়ে অজয়ের ঘনিষ্ঠতা বাড়তে থাকে। এ খবর জানতে পেরে রাভিনা নাকি আত্মহত্যার চেষ্টা করেছিলেন।
ইলিয়ানা
বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি ক্রুজ একসময় নিজেকে শেষ করে ফেলতে চেয়েছিলেন। ইলিয়ানা জানিয়েছেন, একসময় দেয়ালে পিঠ ঠেকে যায়। তখনই মাথা চাড়া দিয়ে ওঠে আত্মহত্যার ভাবনা। শুধু তাই নয়, ‘বডি ডিসমরফিক ডিসঅর্ডার’ নামক রোগের কারণে কী কী সমস্যায় পড়তে হয়েছে, সেই বর্ণনাও দিয়েছেন একাধিকবার।
দীপিকা পাড়ুকোন
একসময় অবসাদে ভুগতেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, এমনকি আত্মহত্যার কথাও ভেবেছিলেন। দীপিকা জানান, অবসাদে একবার আত্মহত্যার কথাও ভেবেছিলেন। তিনি বলেন, সেই সব দিনে ঘুমই ছিল আমার পালানোর একমাত্র উপায়। আমি তখন আত্মহত্যাপ্রবণ হয়ে উঠেছিলাম।’
প্রিয়াঙ্কা চোপড়া
প্রিয়াঙ্কা চোপড়া আত্মহত্যা করতে গিয়েছিলেন বলে টুইট করেছিলেন নায়িকার সাবেক ম্যানেজার প্রকাশ জাজু। পরে অবশ্য তার বিরুদ্ধেই বিস্ফোরক মন্তব্য করলেন প্রিয়াঙ্কার মা মধু চোপড়া। প্রকাশের ওই টুইটকে সম্পূর্ণ মিথ্যা ও গুজব বলে দাবি করেন তিনি।
নুসরাত জাহান
২০১৯ সালে স্বামী নিখিল জৈনের জন্মদিনে টলিউডের নায়িকা নুসরাত জাহানের অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঘটে। স্বামীর সঙ্গে অভিমান করে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন এই নায়িকা।