ছোটপর্দার সুপরিচিত মুখ এফ এস নাঈম। ওটিটির কল্যাণে যে কয়েকজন শিল্পীর পুনর্জন্ম হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় উদাহরণ তিনি। দুর্দান্ত অভিনয়গুণে সর্বমহলে প্রশংসা কুড়িয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি আলোচনায়। যে কারণে তাঁর কাজের পরিধি বেড়েছে। সেই সঙ্গে নতুন নতুন কাজ নিয়ে হাজির হচ্ছেন তিনি। তাঁর সঙ্গে কাজ নিয়ে কথা বলেছেন- পান্থ আফজাল
‘সিটি লাইফ’ কেমন চলছে? নতুন কোন কাজ আসছে?
বেশ ভালো। এ শহরের মানুষেরই গল্প। ধারাবাহিকটি মাছরাঙাতে শুরু হয়েছে। আমি প্রধান চরিত্র শিক্ষকের ভূমিকায় অভিনয় করেছি। দর্শক রেসপন্স খুবই ভালো। আর এবার ভ্যালেন্টাইনের কিছু কাজ করেছি। আশা করছি সবার ভালো লাগবে।
পূজায় ‘শারদ প্রাতে’ কাজ করেছেন...
হুমম... এটি ফারিয়া হোসেনের লেখা ও চয়নিকা চৌধুরীর নির্মাণে। এটিরও ভালো রেসপন্স পেয়েছি। আমি খুবই কৃতজ্ঞ ডিরেক্টর ও টিমের প্রতি।
একটি বিজ্ঞাপনে বহুরূপী লুকে দেখা গেল, রহস্য কী?
হা হা হা... বিজ্ঞাপনটি আসলেই মজার। আমাকে কয়েকটি লুকে দেখা গেছে। তবে সিকিউরিটি পুলিশের পোশাকের লুকটা দারুণ।
ওটিটিতেই বেশি দেখা যায়...
যখন যে কাজ করি তখন সেটা নিয়েই থাকি। একসঙ্গে অনেক কাজ নিয়ে ছোটাছুটি করি না। এখন মাধ্যম নিয়ে কোনো সীমাবদ্ধতা নেই। দিনশেষে সব কাজই ডিজিটাল প্ল্যাটফরমে যাচ্ছে। গল্প আর টিম পছন্দ হলে, আমি কাজ করি।
এ ভিউ বাণিজ্যের সময় কীভাবে আলোচনায় থাকতে পছন্দ করেন?
আমি সব সময়ই কাজের মাধ্যমে আলোচনায় থাকতে চেয়েছি এবং সেটাই করছি। কাজ ছাড়া অযথা কথা বলার পক্ষে আমি নই। আমি মনে করি আমাকে নিয়ে আলোচনাটা কাজের মাধ্যমে হোক। যেমন কালপুরুষ ওয়েব সিরিজের জন্য আমি ৪০ কেজি ওয়েট বাড়িয়েছিলাম। এখন আবার আগের পর্যায়ে ব্যাক করেছি এবং নিয়মিত কাজ করার জন্য প্রস্তুত আমি।
প্রসূন রহমানের ‘শেকড়’ মাইগ্রেশন ও ভালোবাসার গল্প। দুটোকে সামনে নিয়ে এগোনো কতটা চ্যালেঞ্জিং ছিল?
খুবই চ্যালেঞ্জিং। কারণ গল্পটা মা-ছেলের, প্রেমিক-প্রেমিকার গল্প, বন্ধুর গল্প, সেই সঙ্গে দেশের গল্প। নিজের শেকড়ের গল্প।
‘জ্বলে জ্বলে তারা’ আসবে কবে?
শিগগিরই সুখবর পাবেন আশা করছি। অরুণদার সামনে যে কোনো সময় হলে মুক্তি দেবেন বলে প্ল্যান করছেন। খুবই সুন্দর একটি গল্পের সিনেমা। আমার চরিত্রটাও খুবই চমৎকার।
সিনেমায় সমানতালে কাজ করছেন...
একজন অ্যাক্টর হিসেবে তো আমার অ্যাক্টিংয়ের রেঞ্জটা বাড়াতে হবে এবং সেটা বুঝে। আমি সর্বদা ডিসিপ্লিন মেইনটেইন করে চলি যতই উন্মাদ, মজার বা ডিফারেন্ট টাইপের অভিনয় করি না কেন।
নতুন গান আসবে কবে?
অনেকগুলো প্রস্তুত রয়েছে। এরমধ্যে ‘মায়া’ তো স্পটিফাইসহ বেশকিছু প্ল্যাটফরমে রিলিজ হয়েছে অনেক আগেই। দেখা যাক।
সংসার কেমন চলছে?
আলহামদুলিল্লাহ। খুবই ভালো চলছে। আমাদের দুটো ম্যাচিউরড মানুষের একসঙ্গে পথচলা, সেটা খুবই মিষ্টি। তবে সংসারটা টক-ঝাল-মিষ্টির। তিনটা ফ্লেভারই আছে আমাদের সংসারে।