বাংলাদেশি বংশোদ্ভূত মডেল ও অভিনেত্রী মাকসুদা আকতার প্রিয়তির জীবনী নিয়ে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মিত হচ্ছে সুদূর আয়ারল্যান্ডে। ইতিমধ্যে তিনি নিজেই ছবিটির চিত্রনাট্য লেখা শুরু করে দিয়েছেন। ইংরেজি ভাষায় নির্মিতব্য ৩০ মিনিটের এই চলচ্চিত্রে প্রিয়তিকেও দেখতে পাবেন দর্শকরা।
গত মে মাসে 'মিজ আয়ারল্যান্ড' প্রিয়তির আত্মজীবনী প্রকাশিত হয় যুক্তরাষ্ট্রের এইচএমএল ম্যাগাজিনে। সেই জীবনী থেকেই চিত্রনাট্যের কাজ করছেন তিনি।
এ প্রসঙ্গে জানতে চাইলে আয়ারল্যান্ড থেকে মুঠোফোনে বাংলাদেশ প্রতিদিনকে প্রিয়তি বলেন, ‘রবি ওয়ালশ ও কিরন ডেভিস নামের দুইজন পরিচালক আমার জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে আগ্রহ দেখিয়েছিলেন। তাদের মধ্যে কিরন ডেভিসের সঙ্গে সবকিছু চূড়ান্ত। আগামী ডিসেম্বরে শুটিং শুরু হবে।’
ঢাকায় বড় হলেও এখনও আয়ারল্যান্ডের স্থায়ী নাগরিক প্রিয়তি। এরপর দু'বছর আগে ২০১৪ সালে তিনি ‘মিজ আয়ারল্যান্ড’ হয়েছিলেন। নিয়মিত মডেলিংয়ের পাশাপাশি তিনি বৈমানিক হিসেবেও কর্মরত আছেন।
বিডি-প্রতিদিন/১৭ অক্টোবর, ২০১৬/মাহবুব