ভেনেজুয়েলার নির্বাচনে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিজয়কে প্রত্যাখ্যান করে যুক্তরাষ্ট্রবিরোধী নেতা এডমুন্ডো গঞ্জালেজকে বিজয়ী বলে স্বীকৃতি দিয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এক বিবৃতিতে বলেছেন, বিভিন্ন তথ্য-উপাত্ত অনুযায়ী, এটা যুক্তরাষ্ট্র ও বিশেষ করে ভেনেজুয়েলার মানুষের কাছে প্রমাণিত যে ২৮ জুলাইয়ের নির্বাচনে এডমুন্ডো গঞ্জালেজ জয়ী হয়েছেন। সূত্র : রয়টার্স।
প্রাপ্ত খবর অনুযায়ী, নির্বাচনের ফলাফল প্রকাশের পরই বিক্ষোভ শুরু হয় দেশটিতে। সেখানের কর্তৃপক্ষ ২০১৩ সাল থেকে ক্ষমতায় থাকা নিকোলাস মাদুরোকে জয়ী ঘোষণা করে। বলা হয়, তিনি ৫১ শতাংশ ভোট পেয়েছেন। কিন্তু প্রধান বিরোধী দল দাবি করে, তাদের প্রার্থী মাদুরোর চেয়ে দ্বিগুণ সমর্থন পেয়েছেন।