ভয়াবহ তাপপ্রবাহের কবলে ইউরোপ! গত বছর অসহ্য গরমে প্রাণ হারিয়েছেন ৪৭ হাজারেরও বেশি মানুষ। সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে দক্ষিণ ইউরোপের দেশগুলো। ইনস্টিটিউট ফর গ্লোবাল হেলথ (আইএস গ্লোবাল) প্রতিবেদনে এমনই তথ্য পাওয়া গেছে। বিশ্বের নথিবদ্ধ ইতিহাসে ২০২৩ সাল ছিল সবচেয়ে উষ্ণ বছর। জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে তাপমাত্রা ক্রমাগত বাড়ছে।
রয়টার্স জানিয়েছে, স্পেনের ওই প্রতিষ্ঠানটির গবেষকরা ইউরোপের ৩৫টি দেশের তাপমাত্রার রেকর্ড ও মৃত্যুর রেকর্ড ব্যবহার করে প্রতিবেদনটি তৈরি করেছেন। তাদের হিসাবে বের হয়ে এসেছে, উচ্চ তাপমাত্রার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন কারণে ৪৭ হাজার ৬৯০ জনের মৃত্যু হয়েছে। গবেষণা দেখা গেছে, ২০ বছরে এ উষ্ণতার সঙ্গে খাপ খাইতে নিয়ে যদি পদক্ষেপ না করা হতো, তাহলে মৃত্যুর সংখ্যা বাড়ত ৮০ শতাংশ! আইএস গ্লোবালের গবেষক এবং লেখক এলিসা গ্যালো জানিয়েছেন, ‘গবেষণার দেখা গেছে, বর্তমানে তীব্র তাপমাত্রার সঙ্গে সমাজও বদলে যাচ্ছে। ফলে সাম্প্রতিককালে গরমের কারণে অসুস্থতা ও মৃত্যুহার, বিশেষ করে বয়স্কদের অনেকটাই কমেছে।’ জনসংখ্যা নিরিখে এ মৃত্যুর হার সবচেয়ে বেশি গ্রিস, বুলগেরিয়া, ইতালি এবং স্পেনেও।