যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্কে নতুন মাত্রা যুক্ত হয়েছে ফিলিপাইন ইস্যু। এশিয়ার এই দেশটিতে সম্প্রতি মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। চীন বারবার তাগাদা দিচ্ছে সেই ব্যবস্থা সরিয়ে নেওয়ার। তবে যুক্তরাষ্ট্র বলছে, এ ধরনের কোনো পরিকল্পনা নেই তাদের। তা নিয়েই চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে উত্তেজনার দেখা দিয়েছে।
চলতি বছর যৌথ মহড়ার সময় ফিলিপাইনে আনা হয় টাইফুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। এগুলোকে চীনের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত করা যেতে পারে। মহড়া শেষ হলেও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সেখানে মোতায়েন রয়েছে। তাইওয়ানের প্রতিবেশী দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপপুঞ্জটি যুক্তরাষ্ট্রের এশীয় কৌশলের গুরুত্বপূর্ণ অংশ।