চীন, ইরান ও উত্তর কোরিয়ায় তথ্যদাতা নিয়োগে নতুন মিশন শুরু করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ। বুধবার সংস্থাটি তাদের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে মান্দারিন, ফার্সি ও কোরিয়ান ভাষায় বার্তা পোস্ট করে। পোস্টে কীভাবে ব্যবহারকারীরা তাদের সঙ্গে নিরাপদে যোগাযোগ করবে সে নির্দেশনা দিয়েছে সিআইএ। ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়ার তথ্য সংগ্রহের জন্য সর্বপ্রথম এ ধরনের মিশন শুরু করে সিআইএ। এবার তারই ধারাবাহিকতায় এই তিন দেশের তথ্য সংগ্রহের চেষ্টা করছে গোয়েন্দা সংস্থাটি।
সিআইএ জানায়, এভাবে রাশিয়ার তথ্য সংগ্রহের উদ্যোগে তারা সাফল্য পেয়েছিল। সংস্থাটির এক মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, তাদের এই কাজে লুকোচুরির তেমন কিছু নেই। আমরা চাই কর্তৃত্ববাদী এসব সরকার জানুক যে, আমরা তাদের তথ্য সংগ্রহ করছি।