যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিসের সমর্থনে ৩০ মিনিটের ভিডিও রেকর্ড করেছেন ভারতের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংগীতশিল্পী এ আর রহমান। রবিবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ৮টায় এশিয়ান-আমেরিকান অ্যান্ড প্যাসিফিক আইল্যান্ডার্স (এএপিআই) ভিক্টরি ফান্ডের ইউটিউব চ্যানেলে এ আয়োজন প্রচারিত হবে। এএপিআই ভিক্টরি ফান্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, এই আয়োজনে এ আর রাহমানের জনপ্রিয় কিছু গান থাকছে। সঙ্গে থাকছে কমলার প্রচারের পক্ষে এবং এএপিআই সম্প্রদায়ের মানুষের প্রতি কমলার প্রতিশ্রুতি নিয়ে কিছু বার্তা।
ভারতীয়-আফ্রিকান বংশোভুত কমলা যুক্তরাষ্ট্রের বর্তমান ভাইস প্রেসিডেন্ট। এ আর রহমানের এই পদক্ষেপটির মাধ্যমে ৫ নভেম্বরের নির্বাচনের আগে হ্যারিসের গ্রহণযোগ্যতা বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী এবং প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ার লক্ষ্যে রিপাবলিকান প্রার্থী ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে লড়ছেন তিনি। জরিপগুলোতে এখন পর্যন্ত কমলাই এগিয়ে রয়েছে। ৩০ মিনিটের সংগীতায়োজনের ভিডিও রেকর্ড করার মধ্য দিয়ে এ আর রাহমান হলেন দক্ষিণ এশিয়ার প্রথম কোনো আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত শিল্পী, যিনি কমলার প্রতি সরাসরি সমর্থন জানালেন।
এএপিআই ভিক্টরি ফান্ডের চেয়ারপারসন শেখর নরসিমহান বলেন, ‘এই সংগীতায়োজনের মধ্য দিয়ে ৫৭ বছর বয়সী এ আর রাহমান যুক্তরাষ্ট্রের প্রগতিশীল ও প্রতিনিধিত্বের পক্ষে দাঁড়ানো নেতা ও শিল্পীদের কাতারে নিজের কণ্ঠস্বরকে যুক্ত করেছেন।’
এএপিআই ভিক্টরি ফান্ড একটি রাজনৈতিক কমিটি। এশিয়ান আমেরিকান এবং নেটিভ হাওয়াইয়ান ভোটারদের ভোট দিতে উৎসাহিত এবং সংগঠিত করার লক্ষ্যে কাজ করে এই কমিটি। এ আর রহমানের এক্সক্লুসিভ ভিডিও ঘোষণার পর, নরসিমহান আরও বলেন, ‘এটি শুধুই একটি সংগীত অনুষ্ঠান নয়, এটি আমাদের সম্প্রদায়কে ভবিষ্যতের জন্য ভোট দেওয়ার আহ্বান।’ এই সংগীতায়োজনের গুরুত্ব বাড়াতে এ আর রহমান ও ইন্ডিয়াস্পোরা’র প্রতিষ্ঠাতা রঙ্গস্বামী একটি টিজার ভিডিও প্রকাশ করেছে।