গাজীপুরের টঙ্গীতে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)-এর গুদামে থাকা কয়েক লাখ টাকার মালামাল লুটের অভিযোগ উঠেছে। টঙ্গীর মরকুন টিঅ্যান্ডটি কলোনি এলাকায় গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুদাম নিরাপত্তার দায়িত্বে থাকা তিন আনসার সদস্যসহ ১১ জন আহত হয়েছেন। এ সময়য় স্থানীয়রা ওমর নামে একজনকে আটক করে গণপিটুনি দেয়। তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মামুনুর রশীদ বলেন, ঘটনাটি শুনেছি। এখনো লিখিত অভিযোগ পাইনি। পেলে আইনগত ব্যবস্থা নেব।
জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে একটি মাইক্রোবাসে করে একদল দুর্বৃত্ত টঙ্গীর বিটিসিএলের গুদামে মালামাল লুট করতে আসে। এ সময় গুদামের দায়িত্বে থাকা আনসার সদস্যদের দেশি অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে ফেলে। পরে গুদামে থাকা বৈদ্যুতিক ট্রান্সফরমার ও তামার তারসহ বিটিসিএলে ব্যবহৃত প্রয়োজনীয় যন্ত্রাংশ অপর একটি গাড়িতে তুলে নিয়ে যায়। পরে তারা মাইক্রোবাসযোগে পালানোর চেষ্টা করে। ঘটনা টের পেয়ে পাশে বিটিসিএল কলোনিতে বসবাসরত প্রতিষ্ঠানটির কয়েকজন কর্মকর্তা তাদের ধাওয়া দেয়। এ সময় দুর্বৃত্তরা মাইক্রোবাস ফেলে পালিয়ে যায়। বৃহস্পতিবার রাতেই ঘটনার কথা জানিয়ে টঙ্গী পূর্ব থানায় খবর দিলেও পুলিশ ঘটনাস্থলে যায়নি। পরে মাইক্রোবাসটি বিটিসিএলের গুদামের পাশে রেখে দেওয়া হয়। এ ঘটনার পর গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ফের দেশি অস্ত্র নিয়ে ওই দুর্বৃত্তরা তাদের ফেলে যাওয়া মাইক্রোবাস নিতে আসে। স্থানীয়রা তাদের ফের ধাওয়া দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
বিটিসিএল গুদামের দায়িত্বে থাকা কর্মকর্তা আবুল কামাল বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে। আমাদের কয়েক লাখ টাকার মালামাল লুট হয়েছে। আমরা এ বিষয়ে মামলা করব।