আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল রাজধানীর নিউ ইস্কাটন গার্ডেন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক।
টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের টানা চারবার এমপি নির্বাচিত হন ড. আবদুর রাজ্জাক। ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী ফকির মাহবুব আনাম স্বপনকে হারিয়ে প্রথমবারের মতো এমপি হন আবদুর রাজ্জাক। বিএনপির একই প্রার্থীকে হারিয়ে ২০০৮ সালেও নির্বাচিত হন তিনি। এরপর ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন আবদুর রাজ্জাক।