বর্তমান সরকারের স্বাস্থ্য উপদেষ্টার যেভাবে কাজ করার কথা, তিনি সেভাবে কাজ করছেন না বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। তিনি বলেন, তাঁর অফিস করার কথা হাসপাতালে, মন্ত্রণালয়ে নয়।
গতকাল সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসা কার্যক্রম দেখতে এসে তিনি এই মন্তব্য করেন।
সারজিস আলম বলেন, নতুন সরকারের দুই মাস অতিক্রান্ত হয়েছে, অথচ আহতরা বলছে, সরকার থেকে কোনো সাহায্য পায়নি। একটা মন্ত্রণায়ের জন্য ১০০ কোটি টাকা কি খুব বড় ব্যাপার? আহত একেকজনকে যদি ১ লাখ টাকা করে দেয় তাহলে কি খুব বেশি টাকা লাগবে? আহত রোগীদের খোঁজখবর নিয়ে সমন্বয়ক সারজিস আলম বলেন, সাভার সিআরপিতে আমাদের অর্ধশতাধিক আহত ভাইবোনেরা ভর্তি আছেন। অনেক প্রত্যাশা নিয়ে আমরা এখানে এসেছিলাম। এসে দেখলাম এখানকার পরিবেশ অনেক খারাপ। এখানে ভর্তি রোগীদের বেড শিটের পরিবর্তে পেপার দেওয়া হচ্ছে। যাতে সংক্রমণ আরও বাড়ছে।