আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, ‘অপকর্মকারীরা বসে নেই। তারা আরও অপকর্মের পাঁয়তারা করছে। সাধারণ মানুষের লাশ চায় তারা। জনগণ দুশ্চিন্তায় থাকলে বিএনপি জামায়াত খুশি হয়।’
তিনি বলেন, ‘তারেক রহমান লন্ডনে বসে আরাম আয়েশের জীবন অতিবাহিত করে দেশের জনগণকে কীভাবে নৈরাজ্যের মধ্যে রেখে দেশকে অস্থিতিশীল করবে সেই চক্রান্তে লিপ্ত।’
আজ বৃহস্পতিবার দুপুরে ১১ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে শাজাহানপুর খালপাড়ে নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করে তিনি এসব কথা বলেন।
বাহাউদ্দিন নাছিম বলেন, ‘সরকার জনগণের জানমালের নিরাপত্তায় সর্বোচ্চটুকু করছে। জনগণও সরকারকে সহযোগিতা করছে। আওয়ামী লীগ মানুষের পাশে আছে। কেউ যাতে গুজব ছড়িয়ে, মিথ্যা তথ্য ছড়িয়ে অপপ্রচার করে দেশকে ক্ষতিগ্রস্ত করতে না পারে সে বিষয়ে সতর্ক ও সচেতন থাকতে হবে।’
শাজাহানপুরে নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ হোসেন, মহিউদ্দিন মহি, স্বেচ্ছাসেবক লীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মনোয়ারুল ইসলাম বিপুলসহ ওয়ার্ড ও ইউনিট আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/জুনাইদ