দীর্ঘ ১৩ বছরের বিরতির পর ভারতে আবারও জাতীয় জনশুমারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মঙ্গলবার নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে জানান, শিগগিরই সরকার জনশুমারির দিন-তারিখ ঘোষণা করবে এবং শুমারি শেষে প্রাপ্ত ফলাফল জনসাধারণের জন্য প্রকাশ করা হবে।
তিনি বলেন, দেশজুড়ে জনশুমারি শুরুর প্রক্রিয়া চলছে এবং খুব শিগগিরই আমরা তারিখ ঘোষণা করব।
ভারতে প্রথমবারের মতো জনশুমারি শুরু হয়েছিল ব্রিটিশ আমলে, ১৮৮১ সালে। তারপর থেকে নিয়মিত প্রতি ১০ বছর পর পর শুমারি অনুষ্ঠিত হয়ে আসছে। ২০২১ সালে শুমারি হওয়ার কথা থাকলেও কোভিড-১৯ মহামারির কারণে তা সম্ভব হয়নি এবং পরবর্তী সময়ে বিভিন্ন কারণে আরও তিন বছর পিছিয়ে যায়।
এখন, ১৩ বছর পর আবারও দেশটির জনসংখ্যা গণনা করার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এর মধ্যেই ভারতের জনসংখ্যা সম্পর্কিত আন্তর্জাতিক কিছু তথ্য পাওয়া গেছে। ২০২৩ সালের এপ্রিল মাসে জাতিসংঘের প্রকাশিত বৈশ্বিক জনসংখ্যা প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের জনসংখ্যা ১৪২ কোটি ৮৬ লাখে পৌঁছেছে, যা চীনকে টপকে দিয়েছে এবং বর্তমানে ভারত বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হিসেবে অবস্থান করছে।
২০২৪ সালের জুলাই মাসে জাতিসংঘের আরও একটি প্রতিবেদনে বলা হয়, ভারত আগামী একশ বছর ধরে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশের শীর্ষস্থান ধরে রাখবে।
বিডিপ্রতিদিন/কবিরুল