শিরোনাম
৭ ফেব্রুয়ারি, ২০১৭ ১২:৩৬

প্রথম নারী নির্বাচন কমিশনার কবিতা খানম

অনলাইন ডেস্ক

প্রথম নারী নির্বাচন কমিশনার কবিতা খানম

সংগৃহীত ছবি

সাবেক জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বেগম কবিতা খানম প্রথমবারের মতো নারী নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সোমবার রাতে অন্যান্য নির্বাচন কমিশনারদের সঙ্গে তাকে এ নিয়োগ দেন। জানা যায়, কবিতা খানম রাজশাহী জেলার সাবেক দায়রা জজ আদালতের বিচারক ছিলেন।

সাবেক সচিব কে এম নুরুল হুদা ১১তম নির্বাচন কমিশনার হয়েছেন। পরবর্তী পাঁচ বছর তার নেতৃত্বেই দায়িত্ব পালন করবেন ইসির নতুন সদস্যরা। বাকি কমিশনাররা হলেন, সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাৎ হোসেন চৌধুরী, সাবেক সচিব মো. রফিকুল ইসলাম। রাষ্ট্রপতি আবদুল হামিদ গত মাসে পরবর্তী নির্বাচন কমিশন গঠনের জন্যে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করেছিলেন। ওই সময় ইসিতে একজন নারী কমিশনার রাখতে বলা হয়েছিল সার্চ কমিটিকে। 

বিডি প্রতিদিন/এ মজুমদার

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর