আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদের ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শনের অনুমতি দেবে না তেহরান।
সম্প্রতি ইরানের একজন জ্যেষ্ঠ আইনপ্রণেতা এ কথা স্পষ্ট জানিয়েছেন। তিনি বলেছেন, কোনো আন্তর্জাতিক সংস্থাকেই পারমাণবিক কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।
ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিশনের চেয়ারম্যান ইব্রাহিম আজিজি সোমবার তাসনিমকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, আইএইএ-এর পরিদর্শকদের ইরানের পারমাণবিক কেন্দ্র পরিদর্শনের বিষয়ে যে গুঞ্জন উঠেছে, তা সত্য নয়। তিনি নিশ্চিত করেছেন যে, কোনো আন্তর্জাতিক পরিদর্শক বা অন্য কোনো বিদেশি সংস্থাকে দেশের পারমাণবিক কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না।
আজিজি আরও বলেন, সংসদের আইন অনুযায়ী ইরান কোনো পরিস্থিতিতেই তাদের পারমাণবিক স্থাপনায় শারীরিক পরিদর্শনের অনুমতি দেবে না।
আগামী সপ্তাহে আইএইএ-এর একটি প্রতিনিধিদল ইরান সফরে আসছে। এই সফর প্রসঙ্গে আজিজি বলেন, প্রতিনিধিদলটি শুধুমাত্র ইরানের কর্মকর্তাদের সঙ্গে বিশেষজ্ঞ ও প্রযুক্তিগত বিষয়ে আলোচনা করতে পারবে। তাদের সফরের উদ্দেশ্য কেবল কারিগরি সহযোগিতা, যা বিশেষজ্ঞ মতামত আদান-প্রদান এবং অস্পষ্টতা দূর করার মধ্যে সীমাবদ্ধ থাকবে।
এদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাঈ সোমবার জানিয়েছেন, আইএইএ-এর একটি কারিগরি প্রতিনিধিদল আগামী ১০ দিনের মধ্যে তেহরান সফর করবে। এই সফর দুই পক্ষের মধ্যে আলোচনা ও সহযোগিতা বাড়ানোর জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
সূত্র: তাসনিম নিউজ
বিডি প্রতিদিন/নাজমুল