এশিয়ান কাপ চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী জাতীয় দল। মিয়ানমারের মাটিতে শক্তিশালী মিয়ানমারকে হারিয়ে মূল পর্বের টিকিট পাওয়াটা নিঃসন্দেহে গর্বের। আগামী মার্চে অস্ট্রেলিয়ার মাটিতে আফঈদা খন্দকাররা স্বপ্নের আসরে খেলবেন। প্রতিপক্ষ ও ফিকশ্চারও ঠিক হয়ে গেছে। তার আগে আরেকটি চ্যালেঞ্জ মোকাবিলা করবেন মেয়েরা, যা মাঠে গড়াবে আগামীকাল। এএফসি অনূর্ধ্ব-২০ বাছাই পর্বে খেলবে বাংলাদেশ। জাতীয় দলের পর আরেকটি চূড়ান্ত পর্বে খেলার হাতছানি। অনূর্ধ্ব-১৬ নারী দল দুবার চূড়ান্ত পর্বে খেলেছে। ২০ দলের কাছে যা স্বপ্ন হয়ে আছে। বাংলাদেশের মেয়েরা আরেকটি এশিয়ান কাপের টিকিট নিশ্চিত করতে পারবেন কি? ‘এইচ’ গ্রুপে বাংলাদেশ খেলবে লাওস, পূর্ব তিমুর ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। আগামীকাল লাওসের বিপক্ষে প্রথম খেলা। ৮ আগস্ট পূর্ব তিমুর ও ১০ আগস্ট দক্ষিণ কোরিয়া। লাওস ও পূর্ব তিমুরকে হারানোর আশা করা যেতেই পারে। দক্ষিণ কোরিয়া ঘিরে যত ভয়। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বেশি কোরিয়ার। টুর্নামেন্টটা বয়সভিত্তিক বলে আবার অন্য কিছু ঘটতেই পারে। তা ছাড়া খেলাটা যখন মেয়েদের তখন দেশের ফুটবলপ্রেমীরা ভালো কিছুর আশা করতেই পারেন। আফঈদাদের প্লাস পয়েন্ট হচ্ছে, যে দল কিছুদিন আগে অনূর্ধ্ব-২০ সাফে চ্যাম্পিয়ন হয়েছে প্রায় সেই দলটিই লাওসে নামবে। সবার মধ্যে ভালো বোঝাপড়া রয়েছে। তার পরও কঠিন মিশন। মিয়ানমারকে হারিয়ে নারী জাতীয় দল মূল পর্বে গেলেও দক্ষিণ কোরিয়াকে টপকে গ্রুপ সেরাটা হওয়া অবিশ্বাস্য। যদি হয় তা হবে দেশের ফুটবলে বড় প্রাপ্তি। লাওসে পৌঁছানোর পর মেয়েরা অনুশীলনেও নেমেছেন। কোচ পিটার বাটলার ভুলত্রুটি শুধরিয়েও দিচ্ছেন। সাফে যেমন খেলোয়াড় রদবদল করে পরীক্ষা নেওয়া হয়েছিল, এএফসি অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে তা পারবে না। প্রতিটি ম্যাচেই সেরা খেলাটা খেলতে হবে। এখানে বেস্ট ইলেভেন মানে বেস্টদেরই নামাতে হবে। টানা দুই শিরোপা জেতায় আত্মবিশ্বাসী অধিনায়ক আফঈদা খন্দকার। তাঁর কথা- ‘কী করব তা খেলার মাধ্যমে দর্শক বুঝবেন। সবচেয়ে বড় কথা কেউ আমরা চাপে নেই। সেরাটা দেওয়ার চেষ্টা করব। ম্যাচ বাই ম্যাচ খেলতে চাই। তবে এতটুকু বলব, ফল এমন কিছু হবে না যা দেখে সবাই লজ্জা পাবে। জয়পরাজয় নিয়েই তো খেলা। এখানে নাভার্স হওয়ার কিছু দেখছি না। দেশবাসীর দোয়া চাই।’
শিরোনাম
- জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে চট্টগ্রামে নানা আয়োজন
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৯৫
- গোপন করার কিছু নেই, এনসিপি কিংস পার্টি : ইফতেখারুজ্জামান
- যৌন হয়রানির অভিযোগে বেরোবির অধ্যাপক বরখাস্ত
- স্বৈরতান্ত্রিক বন্দোবস্তের স্থায়ী বিলোপে ঐক্যবদ্ধ থাকতে হবে : চরমোনাই পীর
- বগুড়ায় পাঁচ শতাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
- হাসিনার বিষয়ে ইতিবাচক উত্তর দেয়নি ভারত : পররাষ্ট্র উপদেষ্টা
- পৃথকভাবে শিক্ষার্থী ও থ্রি-হুইলার চালকদের মহাসড়ক অবরোধ, ভোগান্তি
- নগরীর ভাঙা সড়ক দ্রুত সংস্কার করতে হবে: চসিক মেয়র
- হিলিতে বেড়েছে আলু-পিঁয়াজ-ডিমের দাম, কমেছে জিরার
- 'আওয়ামী লীগের লোকজনের ইউনিয়ন ও গ্রামপর্যায়ে সম্পদের হিসাব নিতে হবে দুদকের মাধ্যমে'
- বিএনপির আগামী দিনের নীতি জনগণের জীবনমান উন্নয়নের রাজনীতি
- ‘তোষামোদকারীরা হাসিনাকে ফ্যাসিস্ট হতে সহযোগিতা করেছে’
- ‘আসুন এমন বাংলাদেশ গড়ে তুলি, যেখানে আর কোনো স্বৈরাচারের ঠাঁই হবে না’
- এসিইউ কাউন্সিলের সদস্য হলেন বাউবি উপাচার্য
- বন্যায় ক্ষতিগ্রস্থ বাঁধ ও সড়ক মেরামতে সেনাবাহিনী
- মাগুরায় জুলাই শহীদদের স্মরণে শোক র্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বান্দরবান সীমান্তে স্থলমাইন বিস্ফোরণ, তরুণীর পা বিচ্ছিন্ন
- আখাউড়ায় কল্লা শহীদ (রহ.)-র বার্ষিক ওরস শুরু ১০ আগস্ট
- তিন মাসের মধ্যে ওয়েলিংটন ও জোহর বাহরুতে মিশন খুলবে বাংলাদেশ
প্রকাশ:
০০:০০, মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫
আপডেট:
০১:১৩, মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫
লাওসে এএফসি অনূর্ধ্ব-২০ বাছাই
মেয়েরা বলেই যত আশা
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর