খাগড়াছড়িতে জুম্ম ছাত্র জনতার ব্যানারে ডাকা সড়ক অবরোধ চলছে। পৌর শহরে ছোট খাট যানবাহন চলাচল করেছে। তবে দূরপালার যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
মঙ্গলবার এক স্কুলছাত্রী খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্ত তাকে তুলে নিয়ে দলবদ্ধভাবে ধর্ষণ করে।
এ ধর্ষণের অভিযোগে জুম্ম ছাত্র জনতার ব্যানারে তারা এ সড়ক অবরোধের ডাক দেয়। সকাল ছয়টা থেকে সন্ধ্যা পর্যন্ত এ অবরোধ চলবে। প্রশাসন ঘটনার পরপরই এক যুবককে গ্রেফতার করেছে। অবরোধকারীরা বিভিন্নস্থানে সড়কে গাছের গুড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। ফলে এখানকার জনসাধারণকে দুর্ভোগ পোহাতে হয়।
খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন জানান, শয়নশীল নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। একই সাথে থানায় মামলাও হয়েছে। মেয়ের পিতা অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় এ মামলাটি রুজু করেন। মামলা হওয়ার আগেই এক যুবককে সেনাবাহিনীর সহায়তায় আটক করা হয়। বিএনপি এক বিবৃতিতে এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সাবেক এমপি ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুঁইয়া এ দাবি জানান।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন