বাংলাদেশ ফুটবল লিগে (বিএফএল) আজ মাঠে নামছে বসুন্ধরা কিংস ও চ্যাম্পিয়ন মোহামেডান। গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে পিডব্লিউডি স্পোর্টস ক্লাবের মুখোমুখি হবে ফেবারিট বসুন্ধরা কিংস। অন্যদিকে বসুন্ধরা কিংস অ্যারিনায় ফর্টিসের সঙ্গে লড়বে লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহামেডান। গত মৌসুমে আবাহনীর চেয়ে ৭ পয়েন্টে এগিয়ে থেকে লিগ শিরোপা জয় করে সাদা-কালো জার্সিধারীরা। তবে নতুন মৌসুমে শক্তিশালী দল নিয়েই মাঠে নামছে বসুন্ধরা কিংস। আর্জেন্টাইন কোচ মারিও গোমেজের দল এরই মধ্যে মৌসুমের প্রথম ট্রফি ঘরে তুলেছে। কিছুদিন আগে মোহামেডানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে চ্যালেঞ্জ কাপে। এবার লিগ শিরোপাতে চোখ রেখেই খেলতে নামছে কিংস।
এদিকে গতকাল নতুন নাম নেওয়া বাংলাদেশ ফুটবল লিগ নতুন মৌসুমে যাত্রা করেছে। প্রথম দিনেই মাঠে নেমেছিল আবাহনী লিমিটেড। তবে তারা জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি। গোলশূন্য ড্র করেছে রহমতগঞ্জের সঙ্গে। দীর্ঘদিন ধরেই কোনো শিরোপা নেই আবাহনীর। ২০২১-২২ মৌসুমে সর্বশেষ ট্রফি ঘরে তুলেছে তারা। গত মৌসুমে লিগে ৩৫ পয়েন্ট সংগ্রহ করে রানার্সআপ হয় আবাহনী। নতুন মৌসুমে আকাশি-নীল জার্সিধারীরা পয়েন্ট হারিয়ে যাত্রা করল। গতকাল লিগের প্রথম দিনে মাঠে নেমেছিল ফকিরেরপুল ও আরামবাগ ক্রীড়া সংঘ। দুই দলের ম্যাচে ১-১ গোলে ড্র হয়। ম্যাচের ৬০ মিনিটে জন ডেনাপোর গোলে এগিয়ে যায় আরামবাগ। যোগ করা সময়ে মিসরীয় ফুটবলার মোস্তফার গোলে সমতায় ফেরে ফকিরেরপুল।
চলতি মৌসুমে বাংলাদেশ ফুটবল লিগে ১০টি দল অংশ নিচ্ছে। গত মৌসুমে রেলিগেশনের শিকার হয়ে চ্যাম্পিয়নশিপ লিগে নেমে গেছে ঢাকা ওয়ান্ডারার্স ও চট্টগ্রাম আবাহনী। তাদের স্থানে এবার লিগ খেলছে পিডব্লিউডি এবং আরামবাগ।