১৯ জুলাই ২০২৪, শুক্রবার। থমথমে চারপাশ। রামপুরা ব্রিজের নিচে অবস্থান নিয়েছে পুলিশ। হঠাৎ মালিবাগের দিক থেকে ছুটে আসতে শুরু করে ছাত্র-জনতা। পুলিশের দিকে ইটপাটকেল ছুড়লে এর জবাবে পুলিশ ছুড়তে থাকে গুলি। টিয়ার শেলের ধোঁয়ায় অন্ধকার চারপাশ। গুলির খোসায় রাস্তায় পা ফেলা দায়। কিন্তু গুলিকে তোয়াক্কা না করে এগিয়ে আসছিল জনতার ঢল। প্রতিরোধ করতে গুলির পরিমাণ বাড়িয়ে দেয় পুলিশ। শত শত বুলেট আর মৃত্যুভয়কে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে দুই বাহু বাড়িয়ে বুক চিতিয়ে দাঁড়িয়ে ছিল এক তরুণ। ছবি তুলতে গিয়ে ক্যামেরার ভিউ ফাইন্ডারে আটকে যায় চোখ। লেন্সের ভিতর দিয়ে আমার চোখে ভেসে ওঠে অন্যায়ের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়ানো এক নতুন বাংলাদেশের প্রতিচ্ছবি। জুলাইয়ের ৩৬ দিনের প্রতিদিনই ক্যামেরা কাঁধে ঘুরেছি ঢাকার অলিগলি-রাজপথ। আমার দীর্ঘ কর্মজীবনে অনেক আন্দোলন, সংঘর্ষের ছবি তুলেছি। কিন্তু এবারের প্রেক্ষাপট ছিল ভিন্ন। প্রতিটি মুহূর্তই ছিল জীবনের ঝুঁকি।
লেখক : সিনিয়র ফটো সাংবাদিক বাংলাদেশ প্রতিদিন