বিদ্যুৎ উন্নয়নে বাংলাদেশ এখন সৌরবিদ্যুতকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। আর বিশ্ববিখ্যাত কোম্পানি হুয়াওয়ে দেশের সৌরবিদ্যুৎ খাতকে প্রযুক্তিগত সহায়তা দিয়ে আরও এক ধাপ এগিয়ে নিচ্ছে। এমনকি বিশ্ববিদ্যালয় পর্যায়ে সোলার ল্যাবের মতো স্থাপনা প্রতিষ্ঠার মাধ্যমে হুয়াওয়ে দেশের নবায়নযোগ্য খাতকে আরও শক্তিশালী করে তুলছে। প্রতিষ্ঠানটি সোলার পাওয়ার সলিউশনের মাধ্যমে টেকসই জ্বালানি শক্তির প্রচলন করেছে। ইনভার্টার, স্টোরেজ সিস্টেম এবং প্যানেলের সঙ্গে ব্যবহৃত অপটিমাইজারের মতো গুরুত্বপূর্ণ তিনটি পণ্য এখন এ দেশের নির্মাণাধীন সৌর প্রকল্পগুলোতে সরবরাহ করছে হুয়াওয়ে। জানা গেছে, হুয়াওয়ের স্মার্ট ফোটোভোলটাইক (পিভি) সলিউশন ব্যবহার করে ২০২৪ সালে পাবনার ভবানীপুরে দেশের বৃহত্তম ১০০ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করা হয়েছে। এ ছাড়াও দেশের দ্বিতীয় বৃহত্তম ময়মনসিংহের সৌর বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহার হচ্ছে হুয়াওয়ে পণ্য ও সেবা। ফটোভোলটাইক সিস্টেম (পিভি সিস্টেম বা সৌরশক্তি সিস্টেম নামেও পরিচিত) হলো এমন একটি পাওয়ার সিস্টেম যার মাধ্যমে বিশেষভাবে সৌরশক্তি সরবরাহ করা হয়ে থাকে। পিভি সলিউশনের মাধ্যমে পাবনা ও ময়মনসিংহের সৌর বিদ্যুৎ কেন্দ্রটিকে জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত করা হয়। এটি বাংলাদেশের পরিবেশগত লক্ষ্য অর্জনেও উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে। এই সৌরবিদ্যুৎ প্রকল্পগুলো বাংলাদেশের পরিবেশবান্ধব জ্বালানিশক্তির ব্যবহার বৃদ্ধির পাশাপাশি কার্বন নিঃসরণ কমাতে সহায়তা করেছে। চলতি বছরের জুন পর্যন্ত হুয়াওয়ে ৫৪৫ মিলিয়ন কিলোওয়াট সবুজ জ্বালানি উৎপাদন করেছে। এর ফলে ২ লাখ ৫৯ হাজার ৮৩৫ টন কার্বন নিঃসরণ কমানো সম্ভব হয়েছে। উল্লেখ্য, হুয়াওয়ে বাংলাদেশে ৩০০ টিরও বেশি সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করেছে। বাংলাদেশের রুফটপ সোলার মার্কেটে হুয়াওয়ে ফিউশনসোলার ইনভার্টার সলিউশন ব্যবহার করে ২০০ মেগাওয়াটেরও বেশি সৌর প্রকল্প স্থাপন করা হয়েছে। হুয়াওয়ের বাস্তবায়িত প্রকল্পগুলোর মধ্যে অন্যতম হলো- বুয়েট, মেঘনা গ্রুপ, আকিজ বশির গ্রুপ, রাইজিং গ্রুপ, এনভয় গ্রুপ, ফকির গ্রুপ, কাজী ফার্মস, জাপান টোব্যাকো ইন্টারন্যাশনাল এবং ওয়ালটন গ্রুপের বিভিন্ন প্রকল্প। এ ছাড়াও গত বছরের শেষের দিকে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে দেশের প্রথম সোলার ল্যাব উদ্বোধন করা হয়েছে। হুয়াওয়ের অর্থায়নে এই ল্যাব প্রতিষ্ঠা করা হয়। ২০৪১ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানির উৎস থেকে ৪০ শতাংশ বিদ্যুৎ উৎপাদন করার যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে তা অর্জন করতে বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে হুয়াওয়ে।
শিরোনাম
- চোখ বন্ধ, হাসি নেই: এক ক্লিকেই ঠিক করবে গুগল ফটোস
- এটিএম কার্ড ছোঁয়া মাত্র তথ্য উধাও, বেড়েই চলেছে ক্লোনিং আতঙ্ক
- মিস ইউনিভার্স মঞ্চে কঠিন বাস্তবতার কথা জানালেন বাংলাদেশের মিথিলা
- আন্তর্জাতিক সহনশীলতা দিবস আজ
- 'দাউদের মাদক পার্টিতে নোরা', পুলিশের নজরে অভিনেত্রী
- অ্যাশেজের প্রথম টেস্টে উডকে নিয়ে শঙ্কা নেই
- সিলেটে অ্যাম্বুলেন্স ও বাসে আগুন
- চীনা বিনিয়োগে বৈশ্বিক রপ্তানিকেন্দ্র হওয়ার বিশাল সম্ভাবনা বাংলাদেশের
- ফুয়াদের সুরে কনার গান
- অস্ট্রেলিয়ার এমপিদের সমর্থনে কৃতজ্ঞতা প্রকাশ তারেক রহমানের
- ২৬ বাংলাদেশি নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, চারজনের মৃত্যু
- কাতারের ক্লাব আল সাদে মানচিনি
- কাভিশ ব্যান্ডের সঙ্গে এক মঞ্চে শিরোনামহীন-মেঘদল
- যান্ত্রিক ত্রুটির কারণে গাজীপুরে চলন্ত বাসে আগুন!
- চীনা নাগরিকদের জাপান ভ্রমণ না করার আহ্বান
- পশ্চিমতীরের ইব্রাহিমি মসজিদ বন্ধ করে দিল ইসরায়েল
- হাসিনার প্লট দুর্নীতির এক মামলার শুনানি আজ
- জলবায়ু সঙ্কট মোকাবিলায় পদক্ষেপের দাবিতে ব্রাজিলে বিশাল মিছিল
- হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাংকার আটক করেছে ইরান
- আরও এক বিচারপতির পদত্যাগ, বিচারবিভাগীয় ‘সঙ্কটের’ পথে পাকিস্তান!