বিদ্যুৎ উন্নয়নে বাংলাদেশ এখন সৌরবিদ্যুতকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। আর বিশ্ববিখ্যাত কোম্পানি হুয়াওয়ে দেশের সৌরবিদ্যুৎ খাতকে প্রযুক্তিগত সহায়তা দিয়ে আরও এক ধাপ এগিয়ে নিচ্ছে। এমনকি বিশ্ববিদ্যালয় পর্যায়ে সোলার ল্যাবের মতো স্থাপনা প্রতিষ্ঠার মাধ্যমে হুয়াওয়ে দেশের নবায়নযোগ্য খাতকে আরও শক্তিশালী করে তুলছে। প্রতিষ্ঠানটি সোলার পাওয়ার সলিউশনের মাধ্যমে টেকসই জ্বালানি শক্তির প্রচলন করেছে। ইনভার্টার, স্টোরেজ সিস্টেম এবং প্যানেলের সঙ্গে ব্যবহৃত অপটিমাইজারের মতো গুরুত্বপূর্ণ তিনটি পণ্য এখন এ দেশের নির্মাণাধীন সৌর প্রকল্পগুলোতে সরবরাহ করছে হুয়াওয়ে। জানা গেছে, হুয়াওয়ের স্মার্ট ফোটোভোলটাইক (পিভি) সলিউশন ব্যবহার করে ২০২৪ সালে পাবনার ভবানীপুরে দেশের বৃহত্তম ১০০ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করা হয়েছে। এ ছাড়াও দেশের দ্বিতীয় বৃহত্তম ময়মনসিংহের সৌর বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহার হচ্ছে হুয়াওয়ে পণ্য ও সেবা। ফটোভোলটাইক সিস্টেম (পিভি সিস্টেম বা সৌরশক্তি সিস্টেম নামেও পরিচিত) হলো এমন একটি পাওয়ার সিস্টেম যার মাধ্যমে বিশেষভাবে সৌরশক্তি সরবরাহ করা হয়ে থাকে। পিভি সলিউশনের মাধ্যমে পাবনা ও ময়মনসিংহের সৌর বিদ্যুৎ কেন্দ্রটিকে জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত করা হয়। এটি বাংলাদেশের পরিবেশগত লক্ষ্য অর্জনেও উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে। এই সৌরবিদ্যুৎ প্রকল্পগুলো বাংলাদেশের পরিবেশবান্ধব জ্বালানিশক্তির ব্যবহার বৃদ্ধির পাশাপাশি কার্বন নিঃসরণ কমাতে সহায়তা করেছে। চলতি বছরের জুন পর্যন্ত হুয়াওয়ে ৫৪৫ মিলিয়ন কিলোওয়াট সবুজ জ্বালানি উৎপাদন করেছে। এর ফলে ২ লাখ ৫৯ হাজার ৮৩৫ টন কার্বন নিঃসরণ কমানো সম্ভব হয়েছে। উল্লেখ্য, হুয়াওয়ে বাংলাদেশে ৩০০ টিরও বেশি সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করেছে। বাংলাদেশের রুফটপ সোলার মার্কেটে হুয়াওয়ে ফিউশনসোলার ইনভার্টার সলিউশন ব্যবহার করে ২০০ মেগাওয়াটেরও বেশি সৌর প্রকল্প স্থাপন করা হয়েছে। হুয়াওয়ের বাস্তবায়িত প্রকল্পগুলোর মধ্যে অন্যতম হলো- বুয়েট, মেঘনা গ্রুপ, আকিজ বশির গ্রুপ, রাইজিং গ্রুপ, এনভয় গ্রুপ, ফকির গ্রুপ, কাজী ফার্মস, জাপান টোব্যাকো ইন্টারন্যাশনাল এবং ওয়ালটন গ্রুপের বিভিন্ন প্রকল্প। এ ছাড়াও গত বছরের শেষের দিকে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে দেশের প্রথম সোলার ল্যাব উদ্বোধন করা হয়েছে। হুয়াওয়ের অর্থায়নে এই ল্যাব প্রতিষ্ঠা করা হয়। ২০৪১ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানির উৎস থেকে ৪০ শতাংশ বিদ্যুৎ উৎপাদন করার যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে তা অর্জন করতে বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে হুয়াওয়ে।
শিরোনাম
- এমবাপ্পের দুর্দান্ত হ্যাটট্রিকে কাইরাতকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ
- জুবিন গর্গের মৃত্যু: সিঙ্গাপুরে যাচ্ছেন আসামের বিশেষ তদন্তকারী দল
- সোনারগাঁয়ে অভিযান, ৫২৬ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ
- ব্রিটেনে স্থায়ীভাবে বসবাসের যোগ্যতাগুলো বলে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী
- দুর্গোৎসবকে কেন্দ্র করে ফ্যাসিবাদের দোসররা ষড়যন্ত্র করতে পারে : শামা ওবায়েদ
- রোহিঙ্গা গ্রাম ধ্বংস করে সামরিক ঘাঁটি বানাল মিয়ানমার সেনারা
- ভারতে নদীতে মিলল দুর্নীতি নিয়ে প্রতিবেদন করা সাংবাদিকের লাশ
- চরফ্যাশন জামায়াতের ৪৫ নেতাকর্মী যোগ দিলেন বিএনপিতে
- আফগানিস্তানে ইন্টারনেট বন্ধে ফ্লাইট, হাসপাতাল, অফিস অচল
- ‘ফাঁসির আসামিদের কক্ষে’ ইমরান খান: পরিবার-সমর্থকদের শঙ্কা
- বঙ্গোপসাগরে ফের জেলে অপহরণ, ১৪ জনকে নিয়ে গেল আরাকান আর্মি
- রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে ড. ইউনূসের ৭ দফা সুপারিশ
- হত্যার পর বেবি টেক্সি ছিনতাই: ১৯ বছর পর তিন আসামির যাবজ্জীবন
- চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
- চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের উপদেষ্টা
- রেকর্ড জয়ে হোয়াইটওয়াশ এড়াল ওয়েস্ট ইন্ডিজ
- শ্রীপুরে দুর্গাপূজায় তারেক রহমানের পক্ষে উপহার বিতরণ
- খালেদা জিয়ার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- নির্বাচনের প্রস্তুতিতে জামায়াত ৫ পার্সেন্ট এগিয়ে : দুদু
- পাঁচ ব্যাংকের একীভূত ‘ইউনাইটেড ইসলামী’ ব্যাংকের অফিসের অনুমোদন