বাংলাদেশ প্রতিদিনে ‘১০ মিনিটের পথ আড়াই ঘণ্টায়’ শিরোনামে প্রকাশিত খবরের প্রতিবাদ জানানো হয়েছে ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের পক্ষ থেকে। প্রতিবাদে বলা হয়, গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভারের যানজট, টোল আদায়ের ধীরগতি এবং অন্য অব্যবস্থাপনা নিয়ে প্রতিবেদনে যে তথ্য উল্লেখ করা হয়েছে তা উদ্বেগজনক এবং প্রকৃত পরিস্থিতির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। কিছু অভ্যন্তরীণ ও কারিগরি কারণে যানজটের সমস্যা প্রকট হয়ে উঠেছে- যা ফ্লাইওভার পরিচালনার আওতাধীন নয়।
প্রতিবেদকের বক্তব্য : সরেজমিন পরিদর্শনের ভিত্তিতে এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এতে প্রতিবেদকের নিজস্ব কোনো বক্তব্য নেই।