অভিষেকেই নিজের জাত চেনালেন কামরান গুলাম। সেঞ্চুরি করে মাতিয়ে দিলেন ২৯ বছর বয়সী এই ব্যাটসম্যান। পাকিস্তানের ১৩তম ব্যাটসম্যান হিসেবেই এই কীর্তি গড়লেন বাবর আজমের জায়গায় দলে সুযোগ পাওয়া কামরান।
১০ ওভারে পাকিস্তান ১৯ রানে দ্বিতীয় উইকেট হারানোর পর ব্যাটিংয়ে নামা কামরান তিন অঙ্ক ছুঁয়েছেন ৭৪তম ওভারের শেষ বলে। ইংল্যান্ডের অনিয়মিত স্পিনার জো রুটকে স্লগ সুইপে লং অন দিয়ে চার মেরে সেঞ্চুরি পেয়ে যান খাইবার পাখতুনখাওয়ার ছেলে কামরান।
টেস্ট ক্যারিয়ারের প্রথম ইনিংসে কামরান করেছেন ১১৮ রান। ৭৯ রানে একবার ক্যাচ তুলে বেন ডাকেটের ব্যর্থতায় বেঁচে যাওয়া কামরান ২২৪ বলের এই ইনিংসে মেরেছেন ১১টি চার ও ১টি ছক্বা। যদিও দিনের শেষদিকে শোয়াইব বশিরকে ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে বোল্ড হন তিনি।
তার সেঞ্চুরিতে ভর করে টেস্টের প্রথম দিন শেষে ৫ উইকেটে ২৫৯ রান তুলেছে পাকিস্তান। মোহাম্মদ রিজওয়ান ৩৭ আর সালমান আঘা ৫ রানে অপরাজিত আছেন।
মুলতানে সিরিজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে মঙ্গলবার (১৫ অক্টোবর) টস জিতে ব্যাট করতে নেমে ১৯ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে বসেছিল পাকিস্তান। আবদুল্লাহ শফিক (৭) আর শান মাসুদ (৩) দ্রুতই ফিরে যান সাজঘরে। সেখান থেকে সায়েম আইয়ুবকে নিয়ে ২৭৮ বলে ১৪৯ রানের জুটি গড়েন কামরান। ৭৭ করে আউট হন সায়েম। তবে কামরান সেঞ্চুরি তুলে নিতে ভুল করেননি। মাঝে সৌদ শাকিল ফেরেন ৪ করেই। রিজওয়ান দায়িত্ব নিয়ে খেলার চেষ্টা করছেন। সঙ্গে আছেন সালমান আঘা। ইংল্যান্ডের জ্যাক লিচ নিয়েছেন ২টি উইকেট। একটি করে উইকেট ম্যাথিউ পটস, ব্রাইডন কার্স আর শোয়েব বশিরের।
এর আগে, মুলতানে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৫৫৬ রান করে ইনিংস ও ৪৭ রানে হেরেছিল পাকিস্তান।
সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি মাঠে গড়াবে রাওয়ালপিন্ডিতে আগামী ২৪ অক্টোবর। তার আগে দ্বিতীয় টেস্ট জিতে সমতায় ফেরার চ্যালেঞ্জ স্বাগতিকদের।
বিডি প্রতিদিন/নাজিম