নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের ম্যাচ দিয়ে পর্দা উঠবে মেয়েদের সপ্তম সাফ চ্যাম্পিয়নশিপের। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ৬টায় ম্যাচটি শুরু হবে।
এবার সাফের সাতটি দেশই অংশ নিচ্ছে। দুটি গ্রুপে ভাগ হয়ে তারা খেলবে। টুর্নামেন্ট উপলক্ষ্যে বুধবার (১৬ অক্টোবর) আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে করে সাফ। এতে সাত দলের অধিনায়ক ও কোচরা অংশ নেন।
সংবাদ সম্মেলনে সাফে অংশগ্রহণকারী দলগুলোর কোচ-অধিনায়ক নিজেদের প্রত্যাশা ও সামর্থ্য নিয়ে কথা বলেছেন।
এবারের সাফে ‘এ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান। ‘বি’ গ্রুপে স্বাগতিক নেপাল, ভুটান, মালদ্বীপ ও শ্রীলঙ্কা। দুই গ্রুপের দুই চ্যাম্পিয়ন ও রানার্স-আপ ২৭ অক্টোবর দুই সেমিফাইনাল খেলবে। ৩০ অক্টোবর টুর্নামেন্টের ফাইনাল।
সাফের বর্তমান চ্যাম্পিয়ন দল বাংলাদেশ মঙ্গলবার (১৫ অক্টোবর) কাঠমান্ডুতে পৌঁছায়। হোটেলেই সাঁতার কেটে রিকভারি সেশন করেছে ফুটবলাররা। ২০ অক্টোবর প্রথম ম্যাচের আগে তারা আগের কয়েকদিন অনুশীলনে পূর্ণ মনোযোগ দিতে চায়।
বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুন গত আসরের সর্বোচ্চ গোলদাতা ও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছিলেন।
এবারের লক্ষ্য সম্পর্কে কাঠমান্ডুতে বলেন, ‘সাফ এমন একটা টুর্নামেন্ট। সব খেলোয়াড়ই সেরাটা দেওয়ার জন্য উদগ্রীব থাকে। আমিও দলের জন্য নিজের সেরাটাই দেবো।’
বিডি প্রতিদিন/নাজিম