কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের সহপ্রতিষ্ঠাতা স্যাম অল্টম্যান এবার নতুন এক উদ্যোগ নিয়ে আসছেন। তিনি ‘ওয়ার্ল্ড’ নামের একটি ব্লকচেইন ভিত্তিক প্রতিষ্ঠানের সহপ্রতিষ্ঠাতা। এই প্রতিষ্ঠানের মাধ্যমে বিশ্বের সব মানুষের চোখের মণি বা আইরিস স্ক্যান করে ডিজিটাল পরিচিতি তৈরির পরিকল্পনা করেছেন।
ওয়ার্ল্ডের পরিকল্পনা অনুযায়ী, এই আইরিস স্ক্যান করা হবে একটি বিশেষ যন্ত্রের সাহায্যে, যার নাম ‘ওআরবি’। এর মাধ্যমে স্ক্যান করা ব্যক্তির একটি ডিজিটাল আইডি বা ‘ওয়ার্ল্ড আইডি’ তৈরি হবে। এই আইডি ভবিষ্যতে ডিজিটাল পাসপোর্ট হিসেবে ব্যবহৃত হবে বলে অল্টম্যানের দাবি। এতে ডিজিটাল দুনিয়ায় ব্যবহারকারীদের পরিচয় নিশ্চিত করা সহজ হবে, অর্থাৎ কে আসল মানুষ এবং কে কৃত্রিম চ্যাটবট তা শনাক্ত করা যাবে।
২০১৯ সালে স্যাম অল্টম্যান, ম্যাক্স নভেনস্টার্ন ও অ্যালক্সে ব্লানিয়া মিলে ‘ওয়ার্ল্ড’ (প্রথমে ওয়ার্ল্ডকয়েন নামে পরিচিত) প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত ৬৯ লাখ মানুষের চোখের মণি স্ক্যান করেছে, যা নিয়ে ইতোমধ্যে বিভিন্ন মহলে সমালোচনার ঝড় উঠেছে।
ওয়ার্ল্ডের মাধ্যমে ডিজিটাল পরিচিতি তৈরির প্রক্রিয়ায় ব্যবহারকারীরা ‘ওয়ার্ল্ড আইডি’ পাওয়ার সঙ্গে সঙ্গে ডব্লিউএলডি নামের একটি ক্রিপ্টোকারেন্সি টোকেনও উপহার পাবেন। যদিও এই উদ্যোগকে ভবিষ্যতের প্রযুক্তিগত প্রভাত হিসেবে দেখা হচ্ছে, অনেক বিশেষজ্ঞ এই আইরিস স্ক্যান প্রজেক্টের কারণে মানুষের ব্যক্তিগত গোপনীয়তা এবং তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
নিরাপত্তা বিশেষজ্ঞদের এই উদ্বেগের পরিপ্রেক্ষিতে স্পেন ও পর্তুগাল ইতিমধ্যে ওয়ার্ল্ডের আইরিস স্ক্যান কার্যক্রমে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছে। এছাড়াও আর্জেন্টিনা ও যুক্তরাজ্যও এই প্রযুক্তির নিরাপত্তা যাচাই করার ঘোষণা দিয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল