অনলাইন ভার্সন

বনবিহারী বনবিহারী

 মাস ছয়েক আগের ঘটনা। পৌষের দ্বিতীয় সপ্তাহ। সেদিন সকাল সাড়ে ১০টা নাগাদ আমি মেঘলার অফিসে রুটিন ওয়ার্কে ব্যস্ত ছিলাম। বাইরে কনকনে ঠাণ্ডা, ঘন কুয়াশায় আবৃত সমস্ত দ্বীপ বন। এতই ঘন কুয়াশা পড়েছে যে, চারপাশের সব কিছু আবছা দেখাচ্ছে। কয়েক গজ দূর থেকেই গাছ-গাছালির প্রজাতি নির্ণয় করা যাচ্ছে না, সব গাছপালাকে একই প্রজাতির মনে হচ্ছে। কুয়াশার প্রলেপে পাতার সবুজ রঙ উধাও; পাতাগুলো…