রবিবার, ২৬ জুন, ২০২২ ০০:০০ টা

২৪ পদে ৯০ কর্মী নেবে বাপেক্স

চাকরির খোঁজ ডেস্ক

২৪ পদে ৯০ কর্মী নেবে বাপেক্স

২৪ ধরনের পদে ৯০ জন নিয়োগ দেবে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। পদভেদে সর্বোচ্চ বেতন স্কেল ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯) ও সর্বনিম্ন বেতন স্কেল ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)।

শূন্য পদগুলো

সহকারী ব্যবস্থাপক (ভূতত্ত্ব)-১৪টি, সহকারী ব্যবস্থাপক (ভূপদার্থ)-৮টি, সহকারী ব্যবস্থাপক (ইলেকট্রনিক্স)-২টি, সহকারী ব্যবস্থাপক (আইসিটি)-২টি, সহকারী ব্যবস্থাপক (রসায়ন)-৬টি, সহকারী ব্যবস্থাপক (চিকিৎসা)-১টি, সহকারী ড্রিলার-৪টি, সহকারী ব্যবস্থাপক (সিভিল)-২টি, সহকারী ব্যবস্থাপক (মেকানিক্যাল)-৩টি, সহকারী ব্যবস্থাপক (ইলেকট্রিক্যাল)-২টি, সহকারী ব্যবস্থাপক (পেট্রোলিয়াম কৌশল)-২টি, সহকারী ব্যবস্থাপক (কেমিকৌশল)-২টি, সহকারী ব্যবস্থাপক (এনভায়রনমেন্ট)-১টি, সহকারী ব্যবস্থাপক (প্রশাসন)-৯টি, সহকারী ব্যবস্থাপক (হিসাব ও অর্থ)-৩টি, উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল)-১টি, উপসহকারী প্রকৌশলী (মেকানিক্যাল)-১টি, উপসহকারী প্রকৌশলী (অটোমোবাইল)-১টি, উপসহকারী প্রকৌশলী (সিভিল)-১টি, উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রনিক্স)-২টি, উপসহকারী প্রকৌশলী (কম্পিউটার)-১টি, ট্রেইনি ড্রিলার-১৪টি, সহকারী কর্মকর্তা (প্রশাসন)-৫টি ও সহকারী কর্মকর্তা (হিসাব ও অর্থ)-৩টি। অনলাইনে আবেদনের লিংক : http://bapex. teletalk.com.bd

উল্লেখ্য, পেট্রোবাংলার এই প্রতিষ্ঠানটি সম্প্রতি আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

আবেদন করতে হবে অনলাইনে ১৫ জুন সকাল ১০টা থেকে ১৪ জুলাই ২০২২ বিকাল ৫টার মধ্যে।

সর্বশেষ খবর