২ অক্টোবর, ২০১৯ ১৩:২৯

রোহিঙ্গা শিবিরে কাঁটাতারের বেড়া ও গার্ড টাওয়ার নির্মাণে আপত্তি

অনলাইন ডেস্ক

রোহিঙ্গা শিবিরে কাঁটাতারের বেড়া ও গার্ড টাওয়ার নির্মাণে আপত্তি

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডাব্লিউ) বাংলাদেশে রোহিঙ্গা শিবিরে কাঁটাতারের বেড়া ও গার্ড টাওয়ার নির্মাণের পরিকল্পনা স্থগিতের অনুরোধ জানিয়েছে। এটি রোহিঙ্গাদের চলাচলে স্বাধীনতার লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে তারা।

৩০ সেপ্টেম্বর এইচআরডাব্লিউ বলেছে, শিবিরের বাসিন্দাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কর্তৃপক্ষের হলেও নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে মৌলিক অধিকার ও মানবিক প্রয়োজন অস্বীকার করা যাবে না। বাংলাদেশ সরকারের প্রস্তাবিত এই পরিকল্পনা আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী চলাফেরার স্বাধীনতা নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা ও প্রাসঙ্গিকতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না।

বর্তমানে কক্সবাজারের বিভিন্ন শরণার্থী শিবিরে আশ্রয় নিয়ে অবস্থান করছে প্রায় ১১ লাখ মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা।

গত সপ্তাহে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, এসব শিবির ঘিরে কাঁটাতারের বেড়া ও গার্ড টাওয়ার নির্মাণের পরিকল্পনা করছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ নির্দেশে এই পরিকল্পনা করা হচ্ছে বলেও জানান তিনি।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর