১৫ জানুয়ারি, ২০২২ ২২:৪৪

সাড়ে ৮ ঘণ্টা আকাশে কবুতর, মালিক জিতলেন পুরস্কার

কুমিল্লা প্রতিনিধি

সাড়ে ৮ ঘণ্টা আকাশে কবুতর, মালিক জিতলেন পুরস্কার

ফাইল ছবি

কার কবুতর কতক্ষণ আকাশে উড়তে পারে তা নিয়ে কবুতর  মালিকদের মধ্যে হয় তুমুল প্রতিযোগিতা। কবুতর পালনকারী এই যুবকদের সংগঠন 

কুমিল্লা হাইফ্লাইয়ার পিজিয়ন এসোসিয়েশন। এ বছর টুর্নামেন্টে বিজয়ী কবুতরটি আকাশে উড়েছিলো একটানা ৮ ঘণ্টা ৩৬ মিনিট। 

শুক্রবার সন্ধ্যায় কুমিল্লা হাইফ্লাইয়ার পিজিয়ন এসোসিয়েশনের গ্রীষ্মকালীন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। 

বিজয়ী কবুতরটির মালিক সামছুল আলম রবিন জানান, তার বাসায় কামাগাড় জাতের কবুতর পালন করেন। প্রতিযোগিতার জন্য এই কবুতর পালন করা হয়। এই জাতের একজোড়া কবুতর বাজারে অর্ধলক্ষ টাকা দরে বিক্রি হয়।

রবিন জানান, এ নিয়ে মোট ১১ টি শিরোপার জয় করেন। তার মধ্যে ৫ টিতে চ্যাম্পিয়ণ হয়েছেন। এবার চ্যাম্পিয়ন হওয়ায় সংগঠনের পক্ষ থেকে ট্রফি ও নগদ অর্থ পুরস্কার পান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা হাইফ্লাইয়ার পিজিয়ন এসোসিয়েশনের উপদেষ্টা ইমরান খান, বিশেষ অতিথি চিটাগাং হাইফ্লাইয়ার জোনের সভাপতি কায়সার হামিদ, কুমিল্লা হাইফ্লাইয়ার পিজিয়ন ক্লাবের সভাপতি নুরে আলম, খান প্লাস্টিক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক কে.এম.জে আলম রাসেল, চিটাগাং হাইফ্লাইয়ার জোনের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম। সভাপতিত্ব করেন প্রধান অতিথি কুমিল্লা হাইফ্লাইয়ার পিজিয়ন এসোসিয়েশনের সভাপতি সালেহ আহমেদ। অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা সদরের শৌখিন কবুরত পোষা যুবকরা এসেছিলেন। 

বিডি প্রতিদিন/হিমেল

সর্বশেষ খবর