
শিরোনাম
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩৭০৫ মামলা
- বরগুনা-বাকেরগঞ্জ মহাসড়ক চার লেনে উন্নীত করার দাবিতে মানববন্ধন
- শার্শায় নিখোঁজের একদিন পর বিএনপি কর্মীর মরদেহ উদ্ধার
- চার মাস পর বেনাপোল স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু
- নড়াইল কারাগারে হত্যা মামলার আসামির মৃত্যু
- শুধু রাজনীতিকে নয়, অর্থনীতিকেও গণতন্ত্রায়ন করতে হবে : আমীর খসরু
- শুল্ক নিয়ে টানাপোড়েনের মধ্যেই ভারতে নতুন রাষ্ট্রদূত ট্রাম্পের
- বরিশালে জামাতার হাতে শ্বশুর খুন
- জোড়াতালি দিয়ে পরিবর্তন সম্ভব নয় : মির্জা ফখরুল
- ভয়াবহ দাবানলে বিপর্যস্ত ইউরোপ
- নির্বাচনের আগেই লুট হওয়া সব অস্ত্র উদ্ধার করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
- ইরানের ভয়ঙ্কর সেই ড্রোন নিয়ে গবেষণা করতে চায় যুক্তরাষ্ট্র
- বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্রয়ের তারিখ এবং ভেন্যু ঘোষণা করলেন ট্রাম্প
- ভারতে তৈরি হবে যুদ্ধবিমানের ইঞ্জিন, সহযোগিতা করবে ফ্রান্স
- সাবেক মার্কিন নিরাপত্তা উপদেষ্টার বাড়িতে এফবিআইয়ের হানা
- ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বেন গুরিয়নের ফ্লাইট স্থগিত
- কেন পাল্লা দিয়ে দুবাইয়ে পাড়ি জমাচ্ছেন বিশ্বের ধনী ব্যক্তিরা?
- রাশিয়াকে কঠোর আল্টিমেটাম ট্রাম্পের
- পুতিন-জেলেনস্কির মধ্যে বৈঠকের পরিকল্পনা হয়নি: রাশিয়া
- ইরানে হামলার ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্নমত, চাকরি হারালেন পেন্টাগনের গোয়েন্দা প্রধান
অন্যরকম সূচনায় ৯ বছরে পা রাখল বাংলাদেশ প্রতিদিন
নিজস্ব প্রতিবেদক
অনলাইন ভার্সন

উৎসব-আনন্দের পরিবর্তে শোকাবহ পরিবেশে নবম বছরে পদার্পণ করল দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন। নেপালে বিমান ট্র্যাজেডিতে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে গত রাতে বাংলাদেশ প্রতিদিন কার্যালয়ে অন্যভাবে কর্মসূচির সূচনা করেন ইস্ট ওয়েস্ট মিডিয়া ও বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান। ব্যতিক্রমী অনুষ্ঠানের সঞ্চালনা করেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম। এ সময় নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। মোমবাতি প্রজ্বালন শেষে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান নবম বছরে পা রাখা বাংলাদেশ প্রতিদিন পরিবারের প্রত্যেক সদস্যকে ধন্যবাদ জানান।
দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা দোয়া করবেন, বাংলাদেশ প্রতিদিন যেন যুগ যুগ চালিয়ে যেতে পারি। আগামীতে পত্রিকার মান আরও ভালো করার চেষ্টা অব্যাহত থাকবে।’ অন্যরকম পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কর্মসূচিতে মোমবাতি প্রজ্বালন অনুষ্ঠানে অংশ নিয়ে শুভেচ্ছা বক্তব্য দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, ডেইলি সান সম্পাদক এনামুল হক চৌধুরী ও ব্রিগেডিয়ার জেনারেল সেলিম।

২০১০ সালের এই দিনে দেশের সর্বাধিক প্রচারিত এ দৈনিকটির যাত্রা হয় বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায়। অন্যান্য বছর আনন্দঘন আনুষ্ঠানিকতায় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হলেও এবার বিমান ট্র্যাজেডির ঘটনায় সব আনন্দ কর্মসূচি বাতিল করা হয়। রাষ্ট্রীয় শোকের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সাংস্কৃতিক অনুষ্ঠান বাদ দিয়ে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। একই সঙ্গে আজ সারা দেশের জেলা-উপজেলা পর্যায়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, র্যালিসহ সব আয়োজন বাতিল করে শুক্রবার এসব কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই বিশেষ দিনে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে আজ বাংলাদেশ প্রতিদিন পরিবাবের সব সদস্য ‘কালো ব্যাজ’ ধারণ করবেন। দুপুর ১২টার পর দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হবে। এরপর নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। আগত অতিথিদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে। তবে এবার বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করা হয়েছে। অষ্টম বর্ষপূর্তি ও নবম বছরে পদার্পণ উপলক্ষে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম।
বিডি-প্রতিদিন/১৫ মার্চ, ২০১৮/মাহবুব
এই বিভাগের আরও খবর