অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে মাহবুবর রহমানের দ্বিতীয় গল্পগ্রন্থ 'জন্মান্তর'। বইটিতে স্থান পেয়েছে ১৪টি গল্প।
বইয়ের প্রচ্ছদ করেছেন সঞ্জীব পুরোহিত। বইটি উৎসর্গ করা হয়েছে সদ্য প্রয়াত গরীবের ডাক্তার খ্যাত রাকিবুল ইসলাম লিটুকে।
দাঁড়কাক প্রকাশিত বইটির পরিবেশক জ্ঞানকোষ। বইমেলায় বইটি পাওয়া যাবে ম্যাগনাম ওপাস, স্টল ৩৩৫ ও জ্ঞানকোষ স্টল ৫৩০ (সোহরাওয়ার্দী উদ্যান)। এছাড়াও বইটি পাওয়া যাবে দাঁড়কাক, ৩৬ আজিজ মার্কেট, নীচতলা, শাহবাগ এবং জ্ঞানকোষ, রোড ৪, ধানমন্ডিতে।
বইমেলার পাশপাশি বইটি অনলাইন বিপণণ প্রতিষ্ঠান রকমারি ডটকমে (https://www.rokomari.com/book) পাওয়া যাবে।
বিডি প্রতিদিন/ফারজানা