২ মার্চ, ২০১৮ ১৪:১৫

'অটিস্টিক শিশুরা কেমন হয়' বইয়ের মোড়ক উন্মোচন

অনলাইন ডেস্ক

'অটিস্টিক শিশুরা কেমন হয়' বইয়ের মোড়ক উন্মোচন

ট্রেইনি পাইলট, সাংবাদিক, নির্মাতা ও লেখক নানজীবা খানের ১ম বই 'অটিস্টিক শিশুরা কেমন হয়'। সম্প্রতি বাংলাদেশ গণমাধ্যম ইন্সটিটিউটে বইটির মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নুর, বাংলাদশে প্রেস ইন্সটিটিউটের মহাপরিচালক শাহ আলমগীর, বিশিষ্ট ব্যবসায়ী এম.এন.এইচ. বুলু, ইংল্যান্ডের সাবেক প্রেসমন্ত্রী রাশেদ চৌধুরী।

বইটির প্রকাশ করেছে অন্নেষা প্রকাশনী। নানজীবা বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বিষয়টি এখনও তুলনামূলক আড়ালে আছে। আমাদেরই দায়িত্ব তাদের নিয়ে ভাবা, তাদের জন্য কিছু করা। আমার ছোট ভাই তাসিন খান জীম একজন 'অটিস্টিক শিশু'। তাকে মাথায় রেখে বাস্তব অভিজ্ঞতা ও বিষয়টি পর্যালোচনা করে তথ্য-উপাত্তসহ অটিজমের সংজ্ঞা, প্রকারভেদ, কারণ, লক্ষণ, বিকাশ, বৈশিষ্ট্য, চিকিৎসা, করণীয় এবং অটিস্টিক শিশুর বেড়ে উঠা, আচরণ, প্রশিক্ষণ, শিক্ষা, সচেতনতা, সামাজিক প্রেক্ষাপট ও প্রতিবন্ধকতাসহ ইত্যাদি বইটিতে তুলে ধরার চেষ্টা করেছি।

বিডি প্রতিদিন/২ মার্চ, ২০১৮/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর