জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সম্প্রতি ঘটে যাওয়া র্যাগিংয়ের ঘটনায় জড়িতদের শাস্তি দাবি ও উপাচার্য প্যানেল নির্বাচনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে আওয়ামীপন্থি শিক্ষক ও সিনেট সদস্যরা। আজ পৃথকভাবে জাবির প্রশাসনিক ভবনের সামনে ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’ ও ‘প্রগতিশীল জোটের’ ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
সকাল ১০টায় অনুষ্ঠিত কর্মসূচিতে সম্প্রতি জাবির এক ছাত্রের সাথে ঘটে যাওয়া র্যাগিংয়ের ঘটনায় জড়িতদের শাস্তি দাবিতে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দেয় সিনেটররা। পরে উপাচার্য প্যানেল নির্বাচনের দাবিতে শিক্ষক সমাজের আরেকটি কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এটিতে নেতৃত্বদানকারী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবির বলেন, “প্রশাসনের ব্যর্থতার কারণেই র্যাগিংয়ের শিকার হচ্ছে শিক্ষার্থীরা। ফলে বর্তমানে গভীর সংকটে নিমজ্জিত জাবি। সকল ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে জাকসু নির্বাচন এবং বিরাজমান অরাজক পরিস্থিতির অবসানে অবিলম্বে উপাচার্য প্যানেল নির্বাচনের জোর দাবি জানাচ্ছি।”
এদিকে, র্যাগিং বন্ধের দাবিতে সোমবার সকাল সাড়ে এগারোটায় বিক্ষোভ মিছিল করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাবি শাখার নেতা-কর্মীরা। মিছিল শেষে র্যাগিং বন্ধে উপাচার্য বরাবর একটি স্মারকলিপিও প্রদান করে তারা।
প্রসঙ্গত, গত শুক্রবার সিনিয়র শিক্ষার্থীদের র্যাগিংয়ের শিকার হয়ে প্রথম বর্ষের এক শিক্ষার্থীর মানসিক ভারসাম্য হারানোর ঘটনা ঘটেছে। ভুক্তভোগী মো. মিজানুর রাহমান কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসসি) বিভাগের শিক্ষার্থী।
মিজানুরের সহপাঠিরা জানায়, শুক্রবার দুপুরে বিভাগের ৪৬তম আবর্তনের শিক্ষার্থীরা তাদের (৪৭তম আবর্তন) সাথে পরিচিত হওয়ার নামে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে। এতে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে সে।
এখনো পর্যন্ত মিজানুরের মানসিক অবস্থার কোনো উন্নতি ঘটেনি বলে জানিয়েছে তার পরিবার। এ ঘটনায় রবিবার সিএসসি বিভাগের অধ্যাপক গোলাম মোয়াজ্জেমকে প্রধান করে পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন প্রদানের নির্দেশ দেয়া হয়েছে বলে জানান বিভাগটির সভাপতি অধ্যাপক এমদাদুল ইসলাম।
বিডি প্রতিদিন/এ মজুমদার