শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) দীর্ঘ ২৭ বছর পেরিয়ে ২৮ বছরে পদার্পণ করেছে। নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ ২৭তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত হচ্ছে।
এ উপলক্ষে সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয় জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস ও বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক ড. সৈয়দ সামসুল আলম। এসময় আরো উপস্থিত ছিলেন ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক ড. রাশেদ তালুকদার, প্রক্টর জহির উদ্দিন আহমেদ, শিক্ষক সমিতির সভাপতি ড. সৈয়দ হাসানুজ্জামানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। পরবর্তীতে বর্ণাঢ্য আনন্দ র্যালি, কেক কাটা ও স্মৃতিচারণ অনুষ্ঠান সম্পন্ন হয়।
এর আগে সোমবার বাংলাদেশ প্রতিদিনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে শিক্ষা ও গবেষণায় শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে দেশের শীর্ষ স্থানীয় বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত করার আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। এসময় তিনি উন্নত ল্যাবরেটরি নিশ্চিত করাসহ গবেষণাকার্যে বাজেট বৃদ্ধি করা হবে বলে জানান।
শাবিপ্রবিকে সেশনজট মুক্ত বিশ্ববিদ্যালয় করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, নির্ধারিত সময়ে পরীক্ষা নেয়া, সঠিকভাবে খাতা মনিটরিং ও নির্ধারিত সময়ে ফলাফল প্রকাশ করার উপর জোর দেয়া হবে। সেই সাথে একাডেমিক ক্যালেন্ডার সুষ্ঠুভাবে প্রণয়ণ ও বাস্তবায়নের পাশাপাশি শিক্ষকদের যে কোন দায়িত্বহীন কর্মকান্ডের জন্য জবাবদিহিতার ব্যবস্থা থাকবে।
এছাড়া প্রতিটি ডিপার্টমেন্টে নিরাপদ পানির ব্যবস্থা, বাথরুমের সুব্যবস্থাসহ বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন নিয়ে বলেন, শিক্ষার্থীদের জন্য নতুন হল, একাডেমিক বিল্ডিং, রাস্তা, মোটরসাইকেল ও গাড়ি রাখার ছাউনি নির্মাণ এবং ক্যাফেটেরিয়া, ডরমেটরি , বিশ্ববিদ্যালয় ক্লাব, উপাচার্যের বাসভবন, কেন্দ্রীয় খেলার মাঠ ও অভ্যন্তরীণ রাস্তা সংস্কারের কাজ শিগগিরই শুরু হবে।
বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তার বিষয়ে উপাচার্য বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে সম্পূর্ণ ক্যাম্পাস সিসি ক্যামেরা ও লাইটের আওতায় আনার পাশাপাশি ছাত্রী হলগুলোতে নিরাপত্তা বর্ধিত ও দালান উচুঁ করা হবে।
মাদকের ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের জিরো টলারেন্স নীতির কথা স্মরণ করিয়ে তিনি বলেন, ইতিমধ্যে শাবিপ্রবিকে ধুমপানমুক্ত ক্যাম্পাস হিসেবে ঘোষণা করা হয়েছে। ক্যাম্পাসের ভিতরে কোথাও সিগারেট বিক্রি হয়না। প্রক্টরিয়াল বডি সব সময় সতর্ক থাকবে।
পরিবহন সমস্যা সমাধানের ক্ষেত্রে শিক্ষক ও কর্মকর্তাদের জন্য এয়ারকন্ডিশনড বাস ও আগামী জুন মাসের মধ্যে শিক্ষার্থীদের জন্য নতুন দুইটি বাস চালু করার পাশাপাশি আগামী বছরের মধ্যে সকল পরিবহন সংকট নিরসণ করা হবে। সবশেষে তিনি ২৭ তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারিকে শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, ১৯৯১ সালের ১৩ ফেব্রুয়ারি (১লা ফাল্গুন) ৩২০ একর জায়গায় ৩ টি বিভাগের ১২০ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে দেশের প্রথম এই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
বিডি প্রতিদিন/১৩ ফেব্রুয়ারি ২০১৮/হিমেল