বিশিষ্ট শিক্ষাবিদ ও সাহিত্যিক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, আমি সবসময় মুক্তিযুদ্ধের কথা বলি দেখে আমার ওপর হামলা হয়। মুক্তিযুদ্ধের বিরোধীরা আমাকে প্রথমে নাস্তিক হিসেবে প্রতিষ্ঠিত করে মেরে ফেলতে চেয়েছিল। তারা মনে করেছিল, নাস্তিক হিসেবে প্রতিষ্ঠিত করার পর আমাকে মেরে ফেললে কেউ কিছু মনে করবে না। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে 'রঙিন চশমা' অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জাফর ইকবাল আরও বলেন, আমি কোন ধর্মের বিরুদ্ধে জীবনে এক কলমও লিখি নাই। আমার পরিবারের সকলে ছিলেন ধর্মপরায়ণ এবং সকল ধর্মের প্রতি সমানভাবে আমি শ্রদ্ধা পোষণ করি।
বুধবার অধ্যাপক জাফর ইকবালের শাবিপ্রবি’র শিক্ষক হিসেবে শেষ কর্মদিবস ছিল। এদিন সন্ধ্যায় তিনি বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনের শিক্ষার্থীদের আয়োজনে 'রঙিন চশমা' অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এসময় তিনি শাবিপ্রবিতে ২৪ বছরের শিক্ষকতা জীবনের বিভিন্ন স্মৃতি রোমন্থন করেন এবং শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
উল্লেখ্য, অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল ১৯৯৪ সালের ৪ অক্টোবর শাবিপ্রবিতে শিক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত হন।
বিডি প্রতিদিন/এ মজুমদার