২৪ জুন, ২০১৯ ১৯:২৬

শাবিতে ১৩৯ কোটি ৭৩ লাখ টাকার বাজেট ঘোষণা

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

শাবিতে ১৩৯ কোটি ৭৩ লাখ টাকার বাজেট ঘোষণা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ অর্থ বছরে মোট ১৩৯ কোটি ৭৩ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গত বছরের তুলনায় এ বছর কম্পিউটার সফটওয়্যারে ৪০০ শতাংশ, অভ্যন্তরীণ প্রশিক্ষণ খাতে ৪০০ শতাংশ, গবেষণা খাতে ৩৮ শতাংশ, সেমিনার কনফারেন্সে ৬৭ শতাংশ, পরীক্ষা সংক্রান্ত ব্যয়ে ৭৬ শতাংশ, মেরামত ও সংরক্ষণে ৬০ শতাংশ বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। এদিকে কমেছে বিশেষ মূলধন অনুদান ও পেনশনের পরিমান।

সোমবার বিকাল পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে বাজেট ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, হিসাব পরিচালক আ ন ম জয়নাল আবেদীন।

এছাড়া ঘোষিত বাজেটে ডিজিটাল লাইব্রেরির জন্য ২০ লাখ, প্রকাশনা খাতে ৪০ লাখ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে ২৫ লাখ, রেজাল্ট প্রসেসিং ও অ্যাটেনডেন্ট সফটওয়্যার বাবদ ৪০ লাখ, নন-মেজর কোর্সের সম্মানী বাবদ ২৬ লাখ, মোটরযান খাতে ১৯৫ লাখ, যাত্রী ছাউনী বাবদ ১৫ লাখ, ডে কেয়ার সেন্টার বাবদ ১০ লাখ, গোলচত্ত্বর মেরামত বাবদ ৩০ লাখ, গ্যারেজ মেরামত বাবদ ১৫ লাখ, ক্যাম্পাসে বসার ব্যবস্থাকরণ বাবদ ১০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর